ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৭:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

ক্যাম্পাস সংবাদ

মাইলস্টোন কলেজের সাফল্য শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আন্তঃশ্রেণী প্রতিযোগিতার মাধ্যমে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে থানা, জেলা, বিভাগীয় এবং চূড়ান্তভাবে জাতীয় পর্যায় পর্যন্ত। ইতোমধ্যেই রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ দল শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গেয়ে নিজ থানা পর্যায়ে গ্রুপÑগ থেকে বিজয়ী হয়েছে। শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গেয়ে নিজ থানা পর্যায়ে বিজয়ী নির্বাচিত হওয়া মাইলস্টোন কলেজ দলের শিক্ষার্থীরা হলেন একাদশ ও দ্বাদশ শ্রেণীরÑ রিফাত আহমেদ, তানভীর রহমান, রাতুল দে দীপ্ত, শাওন পাশা দিপু, জুনায়েদ আহমেদ, নার্গিয়া ইয়াসমিন, ঋত্বিকা দে ঋষা, ফারিয়া তাসমিন, সাঈদা ফারহানা মনি এবং অনামিকা সরকার। শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গেয়ে থানা পর্যায়ে বিজয়ী নির্বাচিত হওয়ায় মাইলস্টোন কলেজ দলের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব), অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম, প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম কামালউদ্দিন ভূঁইয়া (অব) এবং প্রশাসনিক পরিচালক মোঃ মাসুদ আলম। আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতা সম্প্রতি ‘গুজরাট ন্যাশনাল ল ইউনিভার্সিটি’ কর্তৃক আয়োজিত ‘১০তম গুজরাট আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতা ২০১৮’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমেরিকা, কানাডা, দক্ষিণ কোরিয়া, ভারত, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইরান এবং বাংলাদেশসহ ৯টি দেশের মোট ৫৫টি ল’ স্কুল অংশগ্রহণ করে। বাংলাদেশের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদ থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি দল উক্ত মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিশ্ববাণিজ্য সংস্থা (ডঞঙ) প্যানেলের সম্মুখে ‘কযরহফৎধ- গবধংঁৎবং ঞধশবহ চঁৎংঁধহঃ ঃড় ঃযব অমৎরপঁষঃঁৎধষ খরাবযড়ড়ফং ধহফ ঋড়ড়ফ ঝবপঁৎরঃু অপঃ’ বিষয়ের ওপর বাদী ও বিবাদী পক্ষের আইন ও যুক্তিতর্ক উপস্থাপন করেন মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব, মোঃ আশিকুজ্জামান, রিসার্চার হিসেবে সহয়তা করেন ইমরান হোসাইন। দলটির সার্বিক তত্ত্বাবধান এবং কোচের দায়িত্বে ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মিলি সুলতানা। ক্যাম্পাস প্রতিবেদক
×