ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিসিএস প্রস্তুতিমূলক পর্ব ০১

প্রকাশিত: ০৭:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

বিসিএস প্রস্তুতিমূলক পর্ব ০১

(১) নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস ? (ক) বড় দিদি (খ) শুভদা (গ) শ্রীকান্ত (ঘ) গৃহদাহ (২) বেগম রোকেয়ার রচনা কোনটি ? (ক) ভাষা ও সাহিত্য (খ) আয়না (গ) লালসালু (ঘ) অবরোধবাসিনী (৩) শিবমন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কে ? (ক) গোবিন্দ চন্দ্র দাস (খ) কাযকোবাদ (গ) অক্ষয় কুমার সরকার (ঘ) নবীন চন্দ্র সেন (৪) ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা কে ? (ক) শওকত হোসেন (খ) জ্যোতিপ্রকাশ দত্ত (গ) আখতারুজ্জামান ইলিয়াস (ঘ) হাসান আজিজুল হক (৫) ‘সূর্যদীঘল বাড়ি’ উপন্যাসটি লিখেছেন- (ক) আনিস চৌধুরী (খ) আবু ইসহাক (গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) মীর মশাররফ হোসেন (৬) সিডর শব্দের অর্থ কী ? (ক) চোখ (খ) পাখি (গ) ঝড় (ঘ) বৃষ্টি (৭) নিচের কোনটি অর্ধ- পরিবাহী ? (ক) লোহা (খ) ইস্পাত (গ) সিলিকন (ঘ) তামা (৮) অনুপাত কী? (ক) একটি পূর্ণসংখ্যা (খ) একটি মোলিক সংখ্যা (গ) একটি ভগ্নাংশ (ঘ) একটি জোড়সংখ্যা (৯) ইলেকট্রন বর্জন ঘটে কোন প্রক্রিয়ায় (ক) জারন (খ) সংযোজন (গ) বিজারন (ঘ) বিয়োজন (১০) সেরিকালচার বলতে বুঝায়- (ক) মৌমাছি চাষ (খ) মাছ চাষ (গ) পাখি পালন বিদ্যা (ঘ) রেশম চাষ (১১) International Roaming শব্দটি যার সাথে সম্পৃক্ত- (ক) মোবাইল (খ) ব্যাংক (গ) ভ্রমন (ঘ) ব্যবসা (১২) কম্পিউটারকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে নিচের কোনটি প্রয়োজন ? (ক) পেনড্রাইভ (খ) ডিভিডি (গ) মাউস (ঘ) মডেম (১৩) সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটাকে বলা হয়- (ক) পিসি (খ) সার্ভর (গ) ওয়ার্কস্টেশন (ঘ) হোস্ট (১৪) বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত- (ক) যুক্তরাষ্ট্রে (খ) যুক্তরাজ্যে (গ) জাপানে (ঘ) কানাডায় (১৫ পামটপ কি ? (ক) ছোট কুকুর (খ) পর্বতারোহন সামগ্রী (গ) বাদ্যযন্ত্র (ঘ) ছোট কম্পিউটার (১৬) কোন সামন্তধারার ৪র্থ পদের মান ১৫। ধারাটির সাধারণ অন্তর ২ হলে প্রথম পদ কত ? (ক) ৭ (খ) ৮ (গ) ৯ (ঘ) ১১ (১৭) একটি পঞ্চভূজের সমষ্টি- (ক) ৪ সমকোন (খ) ৬ সমকোন (গ) ৮ সমকোন (ঘ) ১০ সমকোন (১৮) কোন শ্রেণির ৩০জন ছাত্রের ২০জন ফুটবল ও ১৫জন ক্রিকেট খেলা পছন্দ করে। প্রত্যেকে অন্তত একটি খেলা পছন্দ করলে, কতজন উভয় খেলাই পছন্দ করে ? (ক) ৬ (খ) ৮ (গ) ৫ (ঘ) ৭ (১৯) সরল সুদের হার শতকরা কত হলে ৮ বছর সুদে আসলের তিনগুন হবে? (ক) ১২.৫০% (খ) ২০% (গ) ২৫% (ঘ) ১৫% উত্তরঃ ১-গ, ২-ঘ, ৩-খ, ৪-গ, ৫-খ, ৬-ক, ৭-গ, ৮-গ, ৯-ক, ১০-ঘ, ১১-ক, ১২-ঘ, ১৩-গ, ১৪-ক, ১৫-ঘ, ১৬- গ, ১৭- খ, ১৮- গ, ১৯- গ .
×