ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেলা বই

প্রকাশিত: ০৯:১৪, ৯ ফেব্রুয়ারি ২০১৮

মেলা বই

২০১৮-র অমর একুশে গ্রন্থমেলায় কবি কাজী জহিরুল ইসলামের ৯টি বই প্রকাশিত হয়েছে। কবিতার বই ‘বালিকাদের চাবিওয়ালা’ এনেছে য়ারোয়া বুক কর্নার, ‘যে বৃক্ষটি কাল হয়েছে গুম’ এনেছে অয়ন প্রকাশন এবং ‘কবিতাসমগ্র-২’ এনেছে নালন্দা। ভ্রমণগ্রন্থ ‘উড়ালগল্প’ প্রকাশ করেছে অগ্রদূত অ্যান্ড কোম্পানি। এ বছর তাঁর একটি উপন্যাস বেরিয়েছে, উপন্যাসের নাম ‘থাবড়া হামিদ’ বের করেছে সময় প্রকাশন। নানান ক্ষেত্রে যেসব নারী প্রথম অবদান রেখেছেন তেমন নারীদের নিয়ে তিনি লিখেছেন ‘বড় নারীদের কথা ও অন্যান্য গদ্য’। এই বইটি মেলায় এনেছে অনিন্দ্য প্রকাশ। এছাড়া বর্ধিত কলেবরে দুটি গ্রন্থ পুনঃমুদ্রিত হয়েছে। গ্রন্থ দুটি হচ্ছে কাজী জহিরুল ইসলামের আত্মজীবনী ‘বিহঙ্গপ্রবণ’ এনেছে কারুবাক এবং পৃথিবীর নানান ভূ-খ-ের লোকজগল্প ‘সৃস্টিপুরাণ ও অন্যান্য লোককথা’ এনেছে অয়ন প্রকাশন। ২০০৯ সালে বাংলা প্রকাশ বের করেছিল ভ্রমণ গ্রন্থ ‘গজমোতির দেশ আইভরিকোস্ট’। একই প্রকাশনা প্রতিষ্ঠান এই বইটির নতুন সংস্করণ করছে ‘আইভরিকোস্ট’ নামে এবং অবশ্যই থাকছে নতুন প্রচ্ছদ। এছাড়া এ বছর কবির ৫০ বছর পূর্তি উপলক্ষে তাঁর জীবন ও সাহিত্য নিয়ে গবেষণামূলক গ্রন্থ ‘অর্ধশতকের উপাখ্যান’ বেরিয়েছে। বইটি সম্পাদনা করেছেন ড. মাহবুব হাসান, প্রচ্ছদ এঁকেছেন মাসুক হেলাল। এতে লিখেছেন বাংলা ভাষার অনেক খ্যাতিমান লেখক, গবেষক।
×