ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বসাহিত্যের অনুবাদ

প্রকাশিত: ০৯:১৪, ৯ ফেব্রুয়ারি ২০১৮

বিশ্বসাহিত্যের অনুবাদ

এবারের বইমেলায় কথাশিল্পী ও অনুবাদক নাজিব ওয়াদুদের প্রবন্ধগ্রন্থ বের করেছে গ্রন্থকুটির। বিশ্বসাহিত্যের বড় বড় লেখকদের জীবন এবং সাহিত্যকর্মের খবরাখবর ও মূল্যায়ন নিয়ে এই গ্রন্থটি রচিত। আলোচ্যসূচীতে রয়েছেন কবিদের মধ্যে আল্লামা ইকবাল, টিএস এলিয়ট, পাবলো নেরুদা, মাহমুদ দারবিশ, টমাস ট্রান্সট্রোয়েমার ও বব ডিলান; আর কথাসাহিত্যিকদের তালিকায় আছেন ডোরিস লেসিং, ইয়াসার কামাল, নাদিন গর্ডিমার, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্ক্যজে, গুন্টার গ্রাস, তৈয়্যব সালেহ, লিও টলস্টয়, চিনুয়া আচেবে, এলিস মানরো, ইসমাইল কাদারে, ল্য ক্ল্যাজিও, প্যাট্রিক মোদিয়ানো, অরহ্যান পামুক, হারতা ম্যুলার ও আর্থার সি ক্লার্ক। এছাড়া ফিলিস্তিনী সাহিত্য ও সাহিত্যিকদের নিয়ে রয়েছে দুটি এবং তুর্কী সাহিত্য নিয়ে একটি প্রবন্ধ। আর রয়েছে অরহ্যান পামুকের দ্য মিউজিয়াম অফ ইনোসেন্স, হাওয়ার্ড জ্যাকবজনের দ্য ফিঙ্কলার কোশ্চেন এবং মনু জোসেফের সিরিয়াস মেন উপন্যাসের ওপর ঋদ্ধ আলোচনা। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
×