ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এইচ এম জারীফ;###;অধ্যক্ষ, থ্রি ফিংগারস হ্যান্ডরাইটিং ডেভলপমেন্ট একাডেমি;###;উত্তরা, ঢাকা।

হাতের লেখা সুন্দর, পরিষ্কার ও দ্রুত হওয়া উচিত

প্রকাশিত: ০৮:২৫, ২৭ জানুয়ারি ২০১৮

হাতের লেখা সুন্দর, পরিষ্কার ও দ্রুত হওয়া উচিত

এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরামর্শ এসএসসি পরীক্ষা-২০১৮ শিক্ষার্থী বন্ধুরা আমার শুভেচ্ছা রইল। পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়। পরীক্ষায় কিভাবে লিখলে তোমার লেখা দ্রুত, সুন্দর ও শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম মান বজায় থাকবে সেদিকে নজর রাখা জরুরী। বিশেষ করে এক নজরে যেন তোমার হাতের লেখা সুন্দর দেখায় সে দিকে খেয়াল রাখবে। এ মুহূর্তে তোমার বেসিক হাতের লেখা সুন্দর করতে পারবে না শুধু একপলকে পরীক্ষকের নজরকারা। নিম্নের টিপসগুলো জানা থাকলে পরীক্ষকের অজান্তেই তোমার নম্বর বেশী হতে পারে। টিপস্ ১) লেখা যেন খুব ছোট ছোট বা খুব বড় বড় না হয় এ জন্য প্রতি পেজে লেখার সাইজ অনুযায়ী ১৬-১৮ লাইন লিখতে পারো। ২) বর্ণ ঘন শব্দ ফাঁকা রাখো। ৩) শব্দ থেকে শব্দের মাঝে ২/৩ বর্ণ সমপরিমাণ ফাঁকা দিতে পারো ৪) এক লাইন থেকে অন্য লাইনের মাঝে অর্ধ ইঞ্চি অথবা ১ আঙ্গুল ফাঁকা দিবে। ৫) প্যারা থেকে প্যারার মাঝে হাফ ইঞ্চি অথবা ১ লাইন সমপরিমাণ ফাঁকা দিতে পারো। ৬) বায়ে ও উপরে ১ স্কেল মার্জিন রাখতে পারো। ৭) ডানে ও নিচে কোন মার্জিন থাকবে না তবে অবশ্যই অর্ধ ইঞ্চি সমপরিমাণ ফাঁকা রাখতে চেষ্টা করবে। ৮) কাটাকাটি হিজিবিজি করে না কেটে একটান দিয়ে কেটে দাও। ৯) লেখার পরে যদি ভুল বুঝতে পার তাহলে একটান দিয়ে কেটে উপরে পুনরায় শুদ্ধ করে লিখে দিবে। ১০) অনেকের হাত তুলনামূলক বেশী ঘামায় যার ফলে কলম পিচ্ছিল হয়ে যায় একারণে তোমার হাতের লেখা সুন্দর ও দ্রুত হবে না। এমনকি তোমার ঘামানো হাতের কারণে খাতা নষ্ট হতে পারে। এধরণের পরীক্ষার্থী বন্ধুরা টিসু পেপার কাছে রাখবে এবং রাবার যুক্ত কলম ব্যবহার করা ভালো। ১১) কোনভাবেই কলম খুব শক্ত করে ধরে লিখবে না তাহলে অল্প সময়ের মধ্যেই তোমার হাত ব্যাথা করবে। ১২) অনেকের শেষের দিকের লেখা বেশী খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে সবগুলো পেজের লেখার মান যদি একই রকম রাখতে চাও তবে তোমার হাতের লেখার স্পিড প্রতি মিনিটে কমপক্ষে ১৮- ২০ শব্দ হওয়া উচিত। ১৩) অতি দ্রুত বা অতি ধীরে না লিখে সঠিক স্পিড বজায় রাখবে। ১৪) অল্প লিখে অনেকে বেশী পেজ দেখাতে চাও, এটা মোটেই ঠিক নয়, তবে যারা এ অভ্যাস ত্যাগ করতে পারবে না শুধু তাদেরকেই বলছি। তোমরা বর্ণ থেকে বর্ণ, শব্দ থেকে শব্দ, লাইন থেকে লাইন, প্যারা থেকে প্যারা এসব ক্ষেত্রে উপরে উল্লেখিত নিয়ম-কানুন থেকে একটু বেশী ফাঁকা দিতে পারো। তবে অবশ্যই এক্ষেত্রে প্রতি পেজে ১৩-১৫ লাইনের কম লেখা উচিত নয়। ১৫) মনে রাখবেঃ তুমি যা লিখতে যাচ্ছো সেটি যদি ভাল মুখস্ত থাকে তাহলে তোমার হাতের লেখা অতি দ্রুত ও সুন্দর হবে এবং পরীক্ষকের অজান্তেই বেশী নম্বর পাবে। -তোমাদের সাফল্য কামনা করছি।
×