ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাংক ঋণ আত্মসাতে জড়িতদের বিরুদ্ধে মামলা চলছে, শাস্তিও দেয়া হচ্ছে ॥ মুহিত

প্রকাশিত: ০৮:২০, ১১ জানুয়ারি ২০১৮

ব্যাংক ঋণ আত্মসাতে জড়িতদের বিরুদ্ধে মামলা চলছে, শাস্তিও দেয়া হচ্ছে ॥ মুহিত

সংসদ রিপোর্টার ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করে তা আত্মসাতের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা (দুদক) ইতোমধ্যে আদালতে মামলা দায়ের করেছে। চুরি/লোপাট হয়ে যাওয়া টাকা ফেরত আনার জন্য অর্থ ঋণ আদালতসহ বিভিন্ন আদালতে মানি মামলাসহ অন্যান্য মামলা চলমান রয়েছে। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য মোঃ গোলাম রাব্বানীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও জানান, আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক দুই কর্মকর্তাকে চাকরি হতে অপসারণ ও বাধ্যতামূলকভাবে অবসর দ- প্রদান করা হয়েছে। দুদকের মামলায় একজন কর্মকর্তা কারারুদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে আরও ৫ কর্মকর্তাকে। সোনালী ব্যাংক লিঃ কর্তৃক ১৮ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে নিষ্পত্তি করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, হলমার্ক অনিয়মের মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ আদায়ের লক্ষ্যে এ পর্যন্ত আদালতে ২৯টি মামলা দায়ের করা হয়েছে, এর মধ্যে অর্থ ঋণ আদালতে মামলা হয়েছে ২৪টি ও অর্থ মামলা দায়ের করা হয়েছে ৫টি। ২৪টি অর্থ ঋণ মামলার মধ্যে এ পর্যন্ত ১৯টি মামলার বিপরীতে সোনালী ব্যাংকের অনুকূলে রায় ও ডিক্রি হওয়ার পর ব্যাংক কর্তৃক জারি মামলা দায়ের করা হয়েছে। উক্ত ১৯টি জারি মামলার মধ্যে ১৫টি মামলায় নিলামের তারিখ ধার্য করা হয়েছে। এছাড়া মানি মামলা ৫টির মধ্যে ৩টি মামলার শুনানীর দিন ধার্য হয়েছে। জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র ঋণ কার্যক্রম উপকারে আসে না এটা কবে বলেছি তা মনে করে না। বরং আমি সবসময় বলেছি ক্ষুদ্র ঋণ নতুন ধারা উন্মোচন করেছে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম বন্ধ করা হবে এটা কোনদিন বলিনি। ক্ষুদ্র ঋণের কারণে যারা কোনদিন ঋণ নিতে সাহস পায়নি তারা ঋণ নিয়ে ভাল করেছে। আবার কেউ কেউ সমস্যায় পড়েছে, সেটা অন্য বিষয়। এই ক্ষুদ্র ঋণ দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে। আমি ক্ষুদ্র ঋণের বিপক্ষে নই, পক্ষেই আছি। এটা আরও কীভাবে উপযোগী করা যায় সেই চেষ্টা করা দরকার।
×