ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অকল্যান্ড ক্ল্যাসিক ফাইনালে ওজনিয়াকি

প্রকাশিত: ০৬:৪৭, ৭ জানুয়ারি ২০১৮

অকল্যান্ড ক্ল্যাসিক ফাইনালে ওজনিয়াকি

স্পোর্টস রিপোর্টার ॥ অকল্যান্ডে টানা দু’দিন বৃষ্টি। এএসবি ক্ল্যাসিক টেনিস টুর্নামেন্টই পড়ে গিয়েছিল শঙ্কার মধ্যে। তবে শনিবার সেই কোর্টে নামতে পেরেছেন খেলোয়াড়রা। কিন্তু চাপ নিতে হয়েছে টানা দু’টি করে ম্যাচ খেলার। একই দিনে অনুষ্ঠিত হয়েছে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল। ডেনমার্কের টেনিস সুন্দরী ক্যারোলিন ওজনিয়াকি সেই দুটি পরীক্ষাতেই উতরে গেছেন। উঠেছেন ফাইনালে। টানা দুই ম্যাচ জিতে শিরোপা লড়াইয়ে তার সঙ্গী হয়েছেন জার্মানির জুলিয়া জর্জেস। অবিরাম বৃষ্টিতে কোর্টের বাইরে বসে থাকতে হয়েছে। অধৈর্য অপেক্ষায় দুটি দিন কেটেছে। লড়াইয়ে নামার জন্য মুখিয়ে ছিলেন কোয়ার্টার ফাইনালে ওঠা টেনিস তারকারা। অবশেষে শনিবার সেই সুযোগ মিলেছে। এতে সুবিধা হয়েছে অবাছাই তারকাদের জন্য। আর তারকাদের জন্য ক্ষতিকর হয়ে দেখা দিয়েছে এই অপেক্ষা। সেটার প্রমাণ পাওয়া গেছে খেলা শুরুর পর। তাইওয়ানের তারকা সিয়েহ সু-ওয়েই এবং সাচিয়া ভিকারি শেষ আটের বাধা টপকেছেন ফেবারিটদের বিরুদ্ধে। কোয়ার্টারে সিয়েহ তৃতীয় বাছাই চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভাকে এবং ভিকারি পোল্যান্ডের চতুর্থ বাছাই এ্যাগ্নিয়েস্কা রাদুওয়ানস্কাকে হারিয়ে চমক দেন। তবে বড় ম্যাচ খেলার অনভিজ্ঞতাই তাদের আর এগোতে দেয়নি একইদিনে দ্বিতীয় ম্যাচ খেলতে হওয়ায়। ভিকারি সেমিতে পান অন্যতম ফেবারিট এবং এক নম্বর বাছাই ডেনিশ তারকা ওজনিয়াকিকে। সেই ম্যাচে যুক্তরাষ্ট্রের এ তারকা হেরে যান সরাসরি ৬-৪, ৬-৪ সেটের ব্যবধানে। আর ২ নম্বর বাছাই জর্জেসের কাছে শেষ চারের ম্যাচে সিয়েহ হার মানেন ৬-১, ৬-৪ সেটে। কোয়ার্টার ফাইনালে অবশ্য দারুণ লড়াই করেছিলেন সিয়েহ। ৩ নম্বর বাছাই স্ট্রাইকোভার বিরুদ্ধে প্রথম সেটে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত হলেও পরের দুই সেটে ৬-২, ৬-২ সেটে উড়িয়ে দেন স্ট্রাইকোভাকে।
×