ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নতুন বিষয়

ক্রিয়েটিভ টেকনোলজি -মোঃ সাইফুল ইসলাম খান

প্রকাশিত: ০৫:৪০, ২৪ ডিসেম্বর ২০১৭

ক্রিয়েটিভ টেকনোলজি -মোঃ সাইফুল ইসলাম খান

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মিডিয়া শিল্প যথেষ্ট অগ্রগামী। এই অবস্থায় সৃজনশীল চিন্তাকে প্রযুক্তির সাহায্যে নান্দনিকভাবে উপস্থাপন করার কৌশল ও নীতি জানা প্রয়োজন। শিক্ষার মাধ্যমে এই শিল্পকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার প্রয়াসে এমসিটি এ বিভাগ অগ্রগামী ভূমিকা পালন করবে। দেশে এবং বিদেশে মাল্টিমিডিয়া এবং ক্রিয়েটিভ টেকনোলজিতে পড়াশোনা করা দক্ষ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের চাহিদা রয়েছে। নতুন কিছু সৃষ্টির মাঝে আছে অপার সম্ভাবনা। এই সম্ভবনাকে কাজে লাগিয়ে আগামী প্রজন্ম নিজেকে তুলে ধরবে বিশ্ব দরবারে। এ বিষয়ে পড়াশোনার মাধ্যমে একজন শিক্ষার্থী গ্রাফিক্স, ৩উ মডেলিং, অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, গেম ডেভলপমেন্ট ইত্যাদি সম্পর্কে বিশ্বমানের দক্ষতা অর্জন করতে সক্ষম হবে। এ অপার সম্ভাবনার কথা মাথায় রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বি.এস.সি ইন মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিষয়টির ওপর উচ্চশিক্ষা কার্যক্রম চালু করেছে। স্প্রিং সেমিষ্টার ২০১২ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজির উপর চার বছর মেয়াদি বি.এস.সি ইন মাল্টিমিডিয়া এ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিগ্রী কার্যক্রম চালু করেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হওয়া চার বছর মেয়াদী ১৪৭ ক্রেডিটের বি.এস.সি ইন মাল্টিমিডিয়া এ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিষয়ে থাকছে, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্ট, মোশন গ্রাফিক্স, গেম ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও প্রডাকশন ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হয়। এই বিভাগে ভর্তি হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে সিজিপিএ-২.৫ অথবা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে। ভাল জিপিএধারীদের ভর্তি হবার পর বিভিন্ন পর্যায়ের বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রেও ডিআইইউ বিশেষ ছাড় দিয়ে থাকে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিএসসি ইন মাল্টিমিডিয়া এ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগে প্রতি বছর তিনটি সেমিষ্টারে (স্প্রিং, সামার ও ফল) ভর্তি নেয়া হয়। যোগাযোগ : ৪/২ সোবাহানবাগ, ধানমন্ডি, ঢাকা। ফোন : ৯১২৮৭০৫, ০১৮৪৭১৪০০৫৬।
×