ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ের গ্রামগঞ্জে অনুমোদনহীন বহুতল ভবন

প্রকাশিত: ০৩:৩৫, ১৪ অক্টোবর ২০১৭

চাঁপাইয়ের গ্রামগঞ্জে অনুমোদনহীন বহুতল ভবন

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ গ্রামগঞ্জে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণের হিড়িক পড়ে গেছে। জেলার পাঁচ থানার ৪৫টি ইউনিয়নের ৭৮৭ মৌজার প্রতিটিতে প্রায় ১০-১৫টি করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবন নির্মাণ হয়েছে অধিকাংশ ক্ষেত্রে বিদেশী অর্থে। গত ১০ বছরে এই জেলার প্রায় লক্ষাধিক মানুষ বিদেশে অবস্থান করছে। যাদের অধিকাংশ নিম্ন-মধ্যবিত্ত। এরা দীর্ঘদিন ধরে মাথা গোঁজার অভাবে ছিল। তাই অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে প্রথম চোটেই বাড়ি তৈরীর ইচ্ছে পোষণ করে নির্দেশ দেয়ার কারণে নিকটজনেরা বাড়ি বানাতে শুরু করে। তবে বহুতল ভবন নির্মাণের ঝোঁক বা ইচ্ছা বেশি হওয়ার কারণে এখন গ্রামগঞ্জে ঘুরলে দেখা যাবে এসব উন্নয়ন। তবে কোন বহুতল ভবন নির্মাণে নেই কোন প্রকৌশলগত অনুমোদন। রাজমিস্ত্রিরা তাদের ইচ্ছেমতো উঠিয়েছে বাড়ির বহুতল ভবন। পৌর এলাকা বা কর্পোরেশন এলাকায় ভবন বা বাড়ি বা যে কোন পাকা স্থাপনা নির্মাণ করতে গেলে প্রকৌশল শাখার অনুমোদন নিতে হয়। কিন্তু ইউনিয়ন পর্যায়ে এই সুবিধা নেই। এমনকি বিশাল ইউনিয়ন অফিস থাকলেও নেই কোন প্রকৌশল শাখা। তাই গ্রামের মানুষকে যে কোন পাকা অবকাঠামো নির্মাণে এ ধরনের প্রকৌশলগত অনুমোদন নিতে হয় না। এই সুযোগের সৎব্যবহার করে গ্রামগঞ্জে গড়ে উঠছে বেপরোয়াভাবে বহুতল ভবন। জেলা শহর চাঁপাইনবাবগঞ্জের নদী পার হলেই বারোঘরিয়া ইউনিয়ন। এই ইউনিয়নে একটি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে। এ দুটি সরকারী প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী বিভিন্ন জেলা হতে এসে শিক্ষা নিচ্ছে। তাদের মাথা গোঁজার ঠাঁই করতে গিয়ে এই ইউনিয়নে নির্মাণ করা হয়েছে প্রায় ২১টি বহুতলা ভবন। এসব ভবনকে হোস্টেল ও ছাত্রাবাস করা হয়েছে। এমনকি নদীর ধারেও কোন ধরনের প্রকৌশলগত পরামর্শ বা অনুমোদন নেই এসব বহুতলা ভবন নির্মাণে। যে কোন সময় এসব ভবনে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ফলে একই সঙ্গে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। গ্রামগঞ্জের বহুতল ভবন নির্মাণে বর্তমানে সরকারী নিষেধাজ্ঞা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রকৌশল শাখা খুলে সরকারীভাবে একজন সিভিল ডিপ্লোমা প্রকৌশলীকে পদায়ন করলেই সমস্যার সমাধান হতে পারে। তিনি বহুতল ভবন নির্মাণে যেসব নিয়মকানুন পৌরসভা মেইনটেন করে, অনুরূপভাবে ইউনিয়ন প্রকৌশল শাখা প্রয়োগ করলেই ঝুঁকিপূর্ণ ভবন গ্রামগঞ্জে নির্মাণ করা বন্ধ হবে।
×