ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অবশেষে হকারমুক্ত বন্দর নগরীর নিউমার্কেট এলাকার ফুটপাথ

প্রকাশিত: ০৪:২৯, ৩০ সেপ্টেম্বর ২০১৭

অবশেষে হকারমুক্ত বন্দর নগরীর নিউমার্কেট এলাকার ফুটপাথ

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে হকারমুক্ত হয়েছে, বন্দর নগরীর নিউমার্কেট এলাকার ফুটপাথ। নেই দোকানপাটের সারি ও মানুষের ভিড়। ফলে স্বাচ্ছন্দ্যে পথ চলতে পারছেন পথচারীরা। তবে, বিকেল ৫টা থেকে ফুটপাথে বেচাকেনা করতে পারবেন হকাররা। সিটি কর্পোরেশন জানায়, পর্যায়ক্রমে নগরীর সব ফুটপাথে নেয়া হবে এই ব্যবস্থা। নগরবিদরা বলছেন, এ উদ্যোগের স্থায়ী রূপ দরকার। এ যেন বহু বছরের অদেখা ছবি চট্টগ্রাম নগরীর কেন্দ্রস্থল নিউমার্কেট এলাকার। ফুটপাথ থেকে হকারমুক্ত হওয়ার পর চিরচেনা এলাকাটি চিনে নিতে একমুর্হুত থমকে যাবেন যে কেউ। নেই ফুটপাথের ওপর সারি সারি দোকানপাট, হকারদের হাঁকডাক আর মানুষের ভিড়। ঘিঞ্জি এলাকাটি এখন অনেক খোলামেলা। দীর্ঘদিন চেষ্টার পর, অবশেষে কঠিন এই কাজটি করেছে সিটি কর্পোরেশন। এতে এখন স্বচ্ছন্দে চলাচল করতে পারছে পথচারী। গেলো ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয় এই উদ্যোগ। তবে দিনেরবেলায় ফুটপাথ উন্মুক্ত থাকলেও বিকেল পাঁচটা থেকে রাত ১১ টা পর্যন্ত বেচাকেনা করতে পারছেন হকাররা। তাদের দেয়া হবে পরিচয়পত্র। প্রাথমিকভাবে নিউমার্কেট এলাকায় শুরু হলেও পর্যায়ক্রমে সব এলাকার হকারকে আনা হবে এই কার্যক্রমের আওতায়। তা মেনে নিয়েছেন হকাররাও। কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত জানান নগরবিদরা। বিশ্বমানের শহর গড়ে তুলতে এ উদ্যোগের চান স্থায়ী রূপ। চট্টগ্রাম নগরে হকার আছে প্রায় ১৫ হাজার। স্থায়ীভাবে ফুটপাথ দখলমুক্ত রাখতে তাদের পুনর্বাসনের তাগিদ দিলেন নগরবিদরা।
×