ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অজামিল বণিক

বেঁচে থাকা

প্রকাশিত: ০৭:০১, ২৯ সেপ্টেম্বর ২০১৭

বেঁচে থাকা

যে মানুষ উড়তে জানে পাখির মতোন উড়তে উড়তে ছুঁয়ে ফেলে একদা আকাশ অতঃপর একদিন নিজেই নক্ষত্র হয়ে যায় আকাশের, তাকেই বেঁচে থাকা বলে। মানুষ কি উড়তে জানে? জানে বটে, যার আছে ঝিলমিল প্রজাপতি-রঙিন পাখা কল্পনার; এ পাখায় ভর করে শুধুমাত্র মানুষই বেঁচে থাকতে জানে। অন্যেরা সব টিকে থাকে মাটি আঁকড়ে সহায়-সম্পদে, বেঁচে-থাকা হয় না তাদের।
×