ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অদূর ভবিষ্যতে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা হতে পারে ॥ টিলারসন

প্রকাশিত: ০৪:৪৩, ২৪ আগস্ট ২০১৭

অদূর ভবিষ্যতে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা হতে পারে ॥ টিলারসন

যুক্তরাষ্ট্র মঙ্গলবার জানিয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা নিকট ভবিষ্যতে সম্ভব হতে পারে। পিয়ংইয়ং জাতিসংঘের নতুন কঠিন নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সংযত পর্যায়ে প্রতিক্রিয়া ব্যক্ত করার পর যুক্তরাষ্ট্র এ কথা বলে। খবর এএফপির। ওয়াশিংটন-উত্তর কোরিয়ার প্রতি যখন এক দ্বৈত কৌশলের সঙ্গে সঙ্গতি রেখে কূটনৈতিকভাবে দেশটির প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং এর বিরুদ্ধে অর্থনৈকি চাপ বৃদ্ধি করছে তখন পিয়ংইয়ংয়ের সঙ্গে ব্যবসার অভিযোগে বেশ কয়েকটি চীনা ও রুশ প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে স্বীকার করেন, নিরাপত্তা পরিষদ গত মাসে নতুন দফায় কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটি নতুন করে পরমাণু বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়নি। তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করছি, পিয়ংইয়ং প্রশাসন অবশ্য একপর্যায়ের সংযম প্রদর্শন করেছে যা অতীতে আমরা দেখিনি।
×