ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ গণিত;###;মোঃ আনোয়ার হোসেন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫৫, ১৫ জুলাই ২০১৭

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বি.এস.সি (অনার্স), এম.এস.সি (১ম শ্রেণি, রসায়ন), সহকারি শিক্ষক, দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া। মোবাইল : ০১৭২৪৬২৩৭৮৭ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী ১৯। বন্ধনী কাকে বলে? উত্তর : দুইটি গাণিতিক বাক্য থেকে একটি গাণিতিক বাক্য গঠন করতে যে গাণিতিক প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে বন্ধনী বলে। ২০। একটি কারখানায় ৫ দিনে ১৮৫০ টি মোটর সাইকেল তৈরি হয়। ৩ সপ্তাহে মোট কতটি মোটর সাইকেল তৈরি হবে? উত্তর : ৭৭৭০ টি। ২১। {(১০০০০০-৯)+১} ৮ এর মান কত? উত্তর : ১২৪৯৯ ২২। ১২ ডজনে কয় হালি? উত্তর : ৩৬ হালি। ২৩।একটি বইয়ে ১৯২ টি পাতা আছে। এরূপ ১১৫ টি বইয়ে কতটি পাতা আছে? উত্তর : ২২০৮০। ২৪। [৫ {৪+২ ২(২-১)}]=কত? উত্তর : ১। ২৫। পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত? উত্তর : ১০০০০০। ২৬। ১ হালি কলার দাম ৩৬ টাকা হলে ৯ টি কলার দাম কত? উত্তর : ৮১ টাকা। ২৭। আশিক ও সানজির একত্রে ১১০ টাকা আছে। সানজির চেয়ে আশিকের ১০ টাকা বেশি আছে। সানজির কত টাকা আছে? উত্তর : ৫০ টাকা। ২৮। একটি পুকুর খনন করতে ১২০ জন শ্রমিকের ১২ দিন সময় লাগে। পুকুরটি ১০ দিনে খনন করতে চাইলে কত জন শ্রমিকের প্রয়োজন হবে? উত্তর : ১৪৪ জন। ২৯। ১৫ জন লোক একটি কাজ ১৪ দিনে করতে পারে। লোকসংখ্যা দ্বিগুণ হলে,কাজটি করতে কত দিন লাগবে? উত্তর : ৭ দিন। ৩০। ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যটি লেখ। উত্তর : ৯৯৯৯৯। ৩১। ঐকিক নিয়মের অন্তর্ভুক্ত গাণিতিক প্রক্রিয়া কী কী? উত্তর : ভাগ ও গুণ। ৩২। ১১+{৪৫ (৩+২)} গাণিতিক বাক্যটিতে দ্বিতীয় বন্ধনীর ভিতরের অংশের মান কত? উত্তর : ৯। ৩৩। গাণিতিক বাক্যে কোন প্রক্রিয়া দুটির কাজ সবার শেষে করতে হয়? উত্তর : যোগ ও বিয়োগ। ৩৪। ৬,০,৯,৫,৮ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? উত্তর : ৪৭৯৬১।
×