ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অভিষেক মৌসুমেই কন্টের বাজিমাত

প্রকাশিত: ০৬:০৩, ১৪ মে ২০১৭

অভিষেক মৌসুমেই কন্টের বাজিমাত

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্লাব ফুটবলে যে ক’জন কোচ এখন শীর্ষে তাদের মধ্যে জোশে মরিনহো, পেপ গার্ডিওলা, আর্সেন ওয়েঙ্গার কিংবা জার্গেন ক্লপ অন্যতম। ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের দৌড়ে তাদের সকলেই ছিলেন। তবে শেষ পর্যন্ত তাদের হটিয়ে বাজিমাত করেছেন এ্যান্তনিও কন্টে। কোচ হিসেবে দায়িত্ব লাভের প্রথম মেয়াদেই চেলসিকে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা উপহার দিয়েছেন তিনি। শুক্রবার ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে জয়ের ফলে দুই ম্যাচ হাতে রেখেই লীগ শিরোপা নিশ্চিত করে কন্টের দল। শিরোপা জয়ের সমস্ত কৃতিত্ব শিষ্যদেরই দিলেন কন্টে। এ বিষয়ে ম্যাচের শেষে ইতালিয়ান কোচ নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার খেলোয়াড়রা সর্বোচ্চ পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। তারা তাদের প্রতিশ্রুতি এবং কাজের প্রতি ভালবাসা দেখিয়েই শিরোপা জিতেছে। লীগে আমাদের সামনে এখন আরও দুই ম্যাচ বাকি। বাকি ম্যাচগুলোও জিতে মৌসুমটাকে চমৎকারভাবেই উপভোগ করতে চাই।’ চেলসিকে লীগ শিরোপা উপহার দিয়ে নতুন এক রেকর্ডও গড়েছেন তিনি। ইতালির চতুর্থ কোচ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লীগ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তার আগে এই কীর্তি গড়েছেন কার্লো আনচেলত্তি, রবার্তো মানচিনি এবং গত মৌসুমে ক্লদিও র‌্যানিয়েরি। কন্টের সামনে এখন ডাবল শিরোপা জয়ের হাতছানি। ইতালিয়ান কোচের দৃষ্টিও এখন সেদিকে। আগামী ২৭ মে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী স্টেডিয়াম ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে এফএ কাপের ফাইনাল। যেখানে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। কন্টের লক্ষ্য এখন ডাবল শিরোপা জিতে মৌসুমকে স্মরণীয় করে রাখা। সেইসঙ্গে আগের মৌসুমের স্মৃতিকেও মাথা থেকে মুছে ফেলতে বলেছেন এই ইতালিয়ান। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি যখন এখানে আসি চেলসির অবস্থান তখন লীগে দশম। আর এর মানে ভেতরে কিছু কিছু সমস্যা ছিল। এখন এই মৌসুমে আমাদের সামনে ডাবল জেতার একটি দারুণ সুযোগ আছে। আর এর মজাই অন্যরকম। এফএ কাপের ফাইনালে পৌঁছাতে আমরা বেশ কষ্ট করেছি। জাতীয় হকির সেমিতে ঢাকা শিক্ষা বোর্ড ও নৌবাহিনী স্পোর্টস রিপোর্টার ॥ এটিএন বাংলা জাতীয় হকি গোল্ডকাপ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের খেলা শনিবার অনুষ্ঠিত হয় মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে। এতে ঢাকা শিক্ষা বোর্ড ৫-১ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়। বিজয়ী দলের দেবাশীষ জোড়া গোল করেন। এছাড়া প্রমোদ দেওয়ান, শাওন শেখ এবং পরিমল বার্ডি একটি করে গোল করেন। পুলিশের একমাত্র গোলটি করেন মাহফুজুর রহমান। অপর কোয়ার্টারে বাংলাদেশ নৌবাহিনীও একই ব্যবধানে হারায় বাংলাদেশ বিমানবাহিনীকে। বিজয়ী দলের কৃষ্ণ কুমার জোড়া গোল করেন। ১টি করে গোল করেন রাসেল মাহমুদ জিমি, দ্বীন ইসলাম ইমন এবং রোমান সরকার। বিমানবাহিনীর একমাত্র গোলটি করেন আশিক মাহমুদ।
×