ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গুজরাটকে বিদায় করে দিল দিল্লী

প্রকাশিত: ০৮:২৭, ৫ মে ২০১৭

গুজরাটকে বিদায় করে দিল দিল্লী

স্পোর্টস রিপোর্টার ॥ গুজরাট লায়ন্স বিশাল রান করল। সেই রানকে পাত্তাই দিল না দিল্লী ডেয়ারডেভিলস। ১৫ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে গেল দিল্লী। রিসাভ পান্থের ৯৭ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে গুজরাটের করা ২০৮ রান ১৫ বল থাকতে টপকে যায় দিল্লী। দিল্লীর জয়ে এবারের আইপিএল থেকে বিদায় নিল গুজরাটও। বেঙ্গালুরুর পর দ্বিতীয় দল হিসেবে গুজরাটও বিদায় নিল। পয়েন্ট তালিকায় গুজরাটের অবস্থান এখন সাত নম্বরে। ১১ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। বাকি তিন ম্যাচে যদি জিতে, পয়েন্ট হবে ১২। এ মুহূর্তে চারটি দলের ১২’র বেশি পয়েন্ট আছে। তাই গুজরাটের আর সেরা চারে স্থান করে নেয়ার সুযোগ নেই। তাই বিদায় নিয়েছে। তবে দিল্লী অবস্থান পাকা করেছে। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লী। ব্যাট করার সুযোগ পেয়ে গুজরাট রানের পাহাড় গড়ে। ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ২০৮ রান করে। সুরেশ রায়না ৭৭ রান করেন। দীনেশ কার্ত্তিক ৬৫ রান করেন। ২০১ রানের টার্গেটে খেলতে নেমে পান্থর ৪৩ বলে করা ৯৭ ও সঞ্জু স্যামসনের ৩১ বলে করা ৬১ রানে ৩ উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে ২১৪ রান করে জিতে দিল্লী।
×