ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

‘শিক্ষার গুণগতমান এবং বিশ্বমানের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত: ০৬:২৭, ৯ এপ্রিল ২০১৭

‘শিক্ষার গুণগতমান এবং বিশ্বমানের শিক্ষা’  শীর্ষক আলোচনা সভা

‘শিক্ষার গুণগতমান এবং বিশ্বমানের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে শিক্ষা বিষয়ক ম্যাগাজিন এডুকেশন ওয়াচ। আগামী ১০ এপ্রিল বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে। আলোচনা সভা ছাড়াও এ আয়োজনে থাকবে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজিশ আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি এসুরেন্স ইউনিট-এর প্রধান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. মো. আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক হোসনে আরা বেগম ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ক্যাম্পাস প্রতিবেদক
×