ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশিত: ০৬:২৬, ১৬ মার্চ ২০১৭

অষ্টম শ্রেণির বিজ্ঞান

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.সপংপ@মসধরষ.পড়স (পূর্ব প্রকাশের পর) ৫০। কোন পর্বের প্রাণিরা পানি ও মাটিতে বাস করে? নেমাটোডা। ৫১। ফিতাকৃমি ও যকৃত কৃমি কোন পর্বের উদাহরণ ? প্লাটিহেলমিনথিস। ৫২। কোন পর্বের প্রাণিরা সাধারণত একলিঙ্গ? নেমাটোডা। ৫৩। কোন পর্বের অনেক প্রাণি অন্ত:পরজীবী হিসেবে প্রাণির অন্ত্র ও রক্তে বাস করে? নেমাটোডা। ৫৪। কোন পর্বের প্রাণিদের দেহে শিখা কোষ নামে বিশেষ কোষ থাকে? প্লাটিহেলমিনথিস। ৫৫। কোন প্রাণির প্রকৃত সিলোম নেই? নেমাটোডা। ৫৬। কোন পর্বকে নেমাথেলথিস বলে? নেমাটোডা। ৫৭। কোন পর্বের অনেক প্রাণিই মুক্তজীবী? নেমাটোডা। ৫৮। নেমাটোডা পর্বের অনেক প্রাণি কী হিসেবে প্রাণির অন্ত্রে ও রক্তে বাস করে ? অন্তঃপরজীবী। ৫৯। শিখা কোষ দেহে কী হিসেবে কাজ করে? রেচন অঙ্গ। ৬০। কোন পর্বের কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে? প্লাটিহেলমিনথিস। ৬১। কোন পর্বের প্রাণিদের দেহ চ্যাপ্টা? প্লাটিহেলমিনথিস। ৬২। কোন পর্বের প্রাণিদের দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত? নেমাটোডা। ৬৩। কোন পর্বের প্রাণিদের পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ? প্লাটিহেলমিনথিস। ৬৪। কোন পর্বের প্রাণিরা উভলিঙ্গ? প্লাটিহেলমিনথিস। ৬৫। কোন পর্বের প্রাণিদের পৌষ্টিক নালি সম্পূর্ণ? নেমাটোডা। ৬৬। কোন পর্বের প্রাণিরা সাধারণত অন্ত:পরজীবী? প্লাটিহেলমিনথিস। ৬৭। কোন পর্বের প্রাণির মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত? নেমাটোডা। ৬৮। কোন পর্বের অধিকাংশ প্রাণি পরজীবী হিসেবে বিভিন্ন প্রাণি ও মানবদেহে বাস করে নানারকম ক্ষতি সাধন করে? নেমাটোডা। ৬৯। কোন পর্বের কোনো কোনো প্রাণি ভেজা ও স্যাঁতসেঁতে মাটিতে বাস করে? প্লাটিহেলমিনথিস। ৭০। কোন পর্বের প্রাণির দেহ গহ্বর অনাবৃত? নেমাটোডা। ৭১। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত কোন পর্বের প্রাণির? নেমাটোডা। ৭২। কোন পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে জীবদেহের বাইরে বা ভিতরে বাস করে? প্লাটিহেলমিনথিস। ৭৩। প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণিদের দেহে বিশেষ কোষের নাম কী? শিখা কোষ। ৭৪। পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমন্ডলীয় অঞ্চলে কোন পর্বের প্রাণিদের পাওয়া যায়? অ্যানিলিডা। ৭৫। প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্বের নাম কী? আর্থ্রোপোডা। ৭৬। কোন পর্বের প্রাণিরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম? আর্থ্রোপোডা। ৭৭। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে কোন পর্বের প্রাণিদের? অ্যানেলিডা। ৭৮। কোন পর্বের কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত খুড়ে বসবাস করে? অ্যানেলিডা। ৭৯। প্রতিটি খন্ডে সিটা থাকে কোন পর্বের প্রাণির? অ্যানেলিডা। ৮০। কোন পর্বের অনেক প্রজাতির প্রাণি ডানার সাহায্যে উড়তে পারে? আর্থ্রোপোডা। ৭৯। আর্থ্রোপোডা পর্বের প্রাণির ৪ টি উদাহরণ দাও। প্রজাপতি, চিংড়ি, আরশোলা ও কাঁকড়া। ৮০। অ্যানেলিডা পর্বের বহু প্রজাতি কোথায় বাস করে? স্বাদু পানিতে এবং সমুদ্রে।
×