ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ওসি ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উৎকোচ চাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২২:৩৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

ওসি ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উৎকোচ চাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের উপজেলা চত্বর সংলগ্ন ঠিকাদার জহুরুল ইসলাম টিটুর প্রতিষ্ঠানে হাতীবান্ধা সদর থানার ওসি রেজাউল করিম ও সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে উৎকোচ চাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঠিকাদার জহুরুল ইসলাম টিটু জানান, তার ঠিকাদারী প্রতিষ্ঠান জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নে রাস্তা ও নদী ভাঙ্গন রোধের সিসি ব্লক নির্মান কাজ পায়। কাজটি গত জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সিঙ্গিমারী ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঠিকাদারী প্রতিষ্ঠানের তৈরী সিসি ব্লক ইউনিয়ন পরিষদের নিয়ে গিয়ে রাখে। পুনরায় ২১ ফেব্রুয়ারী ঠিকাদারের নিযুক্ত মিস্ত্রি মহসিন আলী সিসি ব্লক তৈরী করে যায়। সেখানে মিস্ত্রিকে মেরে পুলিশে সোপর্দ করে। এই ঘটনার জের ধরে ঠিকাদার জহুরুল ইসলাম টিটু বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের হয়। ঠিকাদার জহুরুল ইসলাম টিটু অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু দু’লাখ টাকা চাঁদা দাবি করে। মিথ্যা মামলা দায়ের করে হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম মোটা অস্কের উৎকোচ দাবি করে। উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারী সিঙ্গিমারী ইউনিয়নে ঠিকাদার সিসি ব্লক তৈরী করার সময় নিন্মমানের কাজের অযুহাত দেখিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানে রাজমিস্ত্রি মহসিন কে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। সেই ঘটনায় ঠিকাদার জহুরুল ইসলামকে জড়িয়ে থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
×