ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শেষ ষোলোয় চেলসি, আর্সেনাল, ম্যানসিটি, টটেনহ্যাম

প্রকাশিত: ০৪:১২, ৩০ জানুয়ারি ২০১৭

শেষ ষোলোয় চেলসি, আর্সেনাল, ম্যানসিটি, টটেনহ্যাম

স্পোর্টস রিপোর্টার ॥ সহজ জয়ে ইংলিশ এফ এ কাপ ফুটবলের শেষ ষোলো নিশ্চিত করেছে চেলসি, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার। তবে চতুর্থ পর্ব থেকেই বিদায়ঘণ্টা বেজেছে মন্দ সময়ের মধ্যে থাকা লিভারপুলের। শনিবার রাতে চতুর্থ পর্বের ম্যাচে ঘরের মাঠ এ্যানফিল্ডে দ্বিতীয় সারির দল ওলভারহাম্পটন ওয়ান্ডারার্সের কাছে ২-১ গোলে হার মানে লিভারপুল। কোচ জার্গেন ক্লপের অধীনে দারুণ ছন্দে থাকা দলটির জানুয়ারি মাসটি কাটছে ভয়ঙ্করভাবে। গোলবন্যার ম্যাচে টটেনহ্যাম ৪-৩ গোলে হারিয়েছে ওয়াইকম্ব ওয়ান্ডারার্সকে। স্পার্সদের হয়ে জোড়া গোল করেন সন হিউয়েং-মিন। ঘরের মাঠ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ৪-০ গোলে হারিয়েছে দ্বিতীয় সারির দল বেন্টফোর্ডকে। দ্য ব্লুজদের হয়ে একটি করে গোল করেন উইলিয়ান, পেড্রো, ব্রানিসøাভ ইভানোভিচ ও মিচে বাটসহুইয়াজ। লন্ডনের সাউথ নরউডে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির হয়ে গোল করেন রাহিম স্টার্লিং, লিরো সানে ও ইয়াইয়া তোরে। প্রতিপক্ষের মাঠে আর্সেনাল ৫-০ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। গানার্সদের হয়ে চোখ ধাঁধানো হ্যাটট্রিক করেন থিও ওয়ালকট। জোড়া গোল করেন ড্যানি ওয়েলব্যাক। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে আসার পর লিভারপুলকে আমূলে বদলে দেন জার্গেন ক্লপ। কিন্তু নতুন বছর থেকে কেমন যেন অচেনা লাগছে দ্য রেডসদের। একের পর এক ম্যাচ হেরে রীতিমতো বিধ্বস্ত দলটি। গত ৩১ ডিসেম্বর ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ১-০ গোলে জয়ের পর আট ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে লিভারপুল। একমাত্র সেই জয়টি এসেছে প্লেমাউথের বিরুদ্ধে। চলতি মাসে সাউদাম্পটন, সোয়ানসি সিটি, সান্ডারল্যান্ডের মতো দলের বিরুদ্ধেও জিততে পারেনি দ্য রেডসরা। সাউদাম্পটনের কাছে তো দুইবারই হেরেছে ক্লপের দল, হেরেছে সোয়ানসির কাছেও, এমনকি প্লেমাউথের মতো দলের কাছেও ধরাশায়ী হয়েছে এ্যানফিল্ডের দলটি। ২০১২ সালে প্রিমিয়ার লীগে টানা তিন ম্যাচ হেরেছিল লিভারপুল, এবার সেটিকেও ছাড়িয়ে গেল তারা। আর এ কারণেই জানুয়ারিকে ভয়ঙ্কর হিসেবে অভিহিত করছেন লিভারপুল সমর্থকরা। প্রিমিয়ার লীগে ধুঁকতে থাকা দলটি এবার ছিটকে পড়েছে এফএ কাপের লড়াই থেকে। এ্যানফিল্ডে ম্যাচের প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। রিচার্ড স্টিয়ারম্যানের গোলে এগিয়ে যায় ওলভারহাম্পটন। ম্যাচের শুরুতেই ফ্রিকিক পায় অতিথিরা। ডানপ্রান্ত দিয়ে নেয়া হেল্ডার কোস্টার বাঁকানো কিকে মাথা ছোঁয়ান রিচার্ড স্টিয়ারম্যান। এরপর গোলের জন্য মরিয়া লিভারপুল গোল তো পায়নি, উল্টো বিরতির কিছুক্ষণ আগে ২-০ গোলে পিছিয়ে পড়ে। ম্যাচের ৪১ মিনিটে আক্রমণ শানিয়েছিল লিভারপুল। আক্রমণ প্রতিহত করেই পাল্টা জবাব দেয় ওলভারহাস্পটন। এবারও গোলের উৎস সেই কোস্টা। এই মিডফিল্ডারের নিখুঁত পাসে বল পান আন্দ্রে ওয়েম্যান। গোলরক্ষককে ডজ দিয়ে জালে বল জড়াতে ভুল করেননি এই অস্ট্রিয়ান স্ট্রাইকার। ম্যাচের শেষদিকে লিভারপুলের হয়ে একটি গোল পরিশোধ করেন ডিভক অরিজি। এই নিয়ে নিজেদের মাঠে টানা তিন ম্যাচে হারল লিভারপুল। আট ম্যাচে মাত্র এক জয়। সঙ্গত কারণেই ভীষণ হতাশ কোচ জার্গেন ক্লপ। তিনি বলেন, এরচেয়ে খারাপ আর কিছু হতে পারে না। এরচেয়ে খারাপ ফলের কথা আপনি চিন্তাও করতে পারবেন না। তাই আমাদের এখান থেকে ঘুরে দাঁড়াতেই হবে। লিভারপুল কোচ মনে করেন, খারাপ সময় আসলেও ঘুরে দাঁড়াবে তার দল। এ প্রসঙ্গে তিনি বলেন, দলটার ওপর আমার বিশ্বাস আছে। ঘুরে দাঁড়ানোর জন্য কয়েকটা দিন তো লাগবেই। তবে ইতোমধ্যে গুঞ্জন শুরু হয়েছে, দলের এই বাজে দশার কারণে গত মৌসুমে দায়িত্ব নেয়া ক্লপকে বিদায় জানাতে পারে লিভারপুল।
×