ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

খন্দকার জিয়া হাসান

ল্যাঙ্গুয়েজ কর্নার

প্রকাশিত: ০৬:৪৪, ২৯ জানুয়ারি ২০১৭

ল্যাঙ্গুয়েজ কর্নার

একটি দূতাবাসের ইংরেজি শিক্ষক TESL Certified English Trainer (UK) www.ziahasan.com পর্ব : ২০০ (Common terms related to environmental issue) পরিবেশ ও এর সংরক্ষণ নিয়ে আলোচনায় কিছু শব্দ খুব কমন। এরকম কিছু শব্দ ও তাদের ব্যাবহার নিয়েই আমাদের আজকের আলোচনা। আশা করি পাঠকদের কাজে লাগবে। The Greenhouse Effect: প্রকৃতির ও পরিবেশের ওপর গ্রীনহাউস গ্যাসের প্রভাব। Scientists fear major climatic changes as a result of the greenhouse effect. Greenhouse gases:এমন কিছু গ্যাস যা বায়ুমন্ডলের ক্ষতি সাধন করে ফলে সূর্যের ক্ষতিকর বিকিরণ পৃথিবীপৃষ্ঠে চলে আসে এবং বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি করে। There must be new cuts in greenhouse gas emissions to stop global warming. Conservation: প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ Water conservation is essential during the summer months. Deforestation: বৃক্ষনিধন The destruction of trees by charcoal-burners has resulted in the almost complete deforestation of the island. Drought: খরা Gardens in this area are in bad shape due to the drought. Endangered species: বিপন্ন প্রজাতি The list of endangered species in this country is growing almost daily. Ground water: মাটির নিচে পানির স্তর The quality of our ground water can be seriously threatened by the burial of waste material. Organic: জৈবিক My friend believes that eating organic food reduces one’s chances of developing certain types of cancers. Mostly due to pollution in air, Dhaka is ranked one of the three most unlivable cities of the world. Recycling: I read somewhere that recycling one glass jar saves enough energy to watch television for 3 hours! Quote on life: ÒWe must let go of the life we have planned, so as to accept the one that is waiting for us.Ó -Joseph Campbell (প্রিয় পাঠক, ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে!)
×