ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহন

প্রকাশিত: ২২:২০, ২২ জানুয়ারি ২০১৭

নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও ১৪ জন সদস্য এবং ৫ জন সংরক্ষিত নারী সদস্য দায়িত্বভার গ্রহন করেছেন। আজ রবিবার দুপুর একটার দিকে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা দায়িত্বভার গ্রহন করেন। দায়িত্ব ভার গ্রহনের পর চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে জেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা পরিষদ নির্বাচনের ভোটার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও নারী সদস্য ও জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ যে গত ২০১৬ সালের ২৮ ডিসেম্বর প্রথম জেলা পরিষদ নির্বাচনে নীলফামারীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন চেয়ারম্যান ও ১৫ জন সদস্য এবং ৫ জন নারী সদস্য নির্বাচিত হন। এদের মধ্যে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বাবু ঢাকায় শপথ নেয়ার আগের দিন ১৭ জানুয়ারী হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। ফলে উক্ত ৭ নম্বর ওয়ার্ডটি নির্বাচন কমিশন হতে শুন্য ঘোষনা করা হয়েছে। সেখানে অচিরেই পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিন।
×