ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আতংকিত জালালাবাদ ইউনিয়নবাসী

প্রকাশিত: ২২:৫০, ২১ জানুয়ারি ২০১৭

গোপালগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আতংকিত জালালাবাদ ইউনিয়নবাসী

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে দূর্বৃত্তদের হামলা-মারপিট, বাড়িঘর দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনায় সাধারণ জনগণ অতিষ্ঠ ও ভীতিগ্রস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে বিরাজ করছে চরম আতংক ও অস্থিরতা। নিরাপত্তাহীনতায় ভুগছে হাজারো গ্রামবাসী। হামলা, মামলা ও পাল্টা-মামলায় জর্জরিত সেখানকার বহু পরিবার। কে কখন দুর্বত্তদের শিকার হবেন, এ দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন অনেকেই। সরেজমিন ঘুরে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোটফা গ্রামের মোঃ নাছিম মুন্সীর নেতৃত্বে একদল দুর্বত্ত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে একই গ্রামের হুমায়ূণ শেখের বাড়ি ও দোকানে এবং হাসমত শেখের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এর আগে গত মঙ্গল ও বুধবার একই ইউনিয়নের বড়ফা গ্রামে একদল দুর্বত্ত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মোঃ তারিকুল ইসলাম (তরু)’র বাড়িসহ সংলগ্ন আরও তিনটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। ওইসব বাড়ির পানি ও গ্যাস-পাইপ লাইনসহ ঘর-দরজা কুপিয়ে তচতছ করে দেয়। গুরুতর আহত ইউপি-মেম্বার ওলিয়ার রহমান সাংবাদিকদের কাছে বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচণের পর এলাকায় নয়ন শেখ নামে এক যুবক খুন হয়। এ ঘটনায় এলাকায় বিবাদমান দু’টি পক্ষের মধ্যে হামলা-মামলা লেগেই আছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই এবং এলাকায় শান্তি চাই। এব্যাপারে গোপীনাথপুর পুলিশ তদন্তকেন্দ্রের আইসি হযরত আলী জানিয়েছেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশী টহল জোরদার করা হয়েছে।
×