ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সমস্যা ঘুচলো চাঁদপুর বি,এম কলেজের

প্রকাশিত: ২২:১২, ২০ জানুয়ারি ২০১৭

সমস্যা ঘুচলো চাঁদপুর বি,এম কলেজের

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ দীর্ঘ এক বছর পর অবশেষে সমস্যা ঘুচলো বাগাতিপাড়ার চাঁদপুর বি,এম কলেজের। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ফরহাদ হোসেন কলেজের মনোবিঞ্জান বিষয়ের প্রভাষক মোঃ লৎফর রহমানকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব দেন। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, অভিবাবক, শিক্ষক কর্মচারী ও কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজ কতৃপক্ষ ও স্থানীয়রা জানায়, ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রভাবশালী স্বঘোষীত অধ্যক্ষ মোকবুল হোসেন দ্বায়ীত্ব পালন করে আসছিলো। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সময় প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও স্থানীরা কলেজের তথাকথিত ভুয়া অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার, জেলা প্রসাসক নাটোর, মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর, চেয়ারম্যান কারিগরি শিক্ষা বোর্ড বরাবর অভিযোগ করে আসছিলেন। দীর্ঘ ১৬ বছর নিয়োগ বানিজ্য, প্রতিষ্ঠানের টাকা আত্মস্বাত, জালিয়াতির ম্যাধ্যমে অতিরিক্ত টাকা আদায়সহ প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন ব্যবসা করে আসছিলো। কলেজ কতৃপক্ষ জানায়, জেলা শিক্ষা অফিসার ও অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) কাজী আতিয়ুর রহমান দীর্ঘ ৫ মাস ধরে তদন্ত কাজ সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে অধ্যক্ষ মোকবুল হোসেনকে অযোগ্য ও নিয়োগবিহীন বলে উল্লেখ করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, অভিবাবক, শিক্ষক কর্মচারী ও কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিষয়টিতে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সকল স্থরের অধিবাসীরা।
×