ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিরিজ নিশ্চিত করতে চায় কোহলিরা

প্রকাশিত: ০৬:১৫, ১৯ জানুয়ারি ২০১৭

সিরিজ নিশ্চিত করতে চায় কোহলিরা

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ। অধিনায়ক বিরাট কোহলি (১২২) ও প্রতিভাবান কেদার যাদবের (১২০) অসাধারণ দুই সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ম্যাচে সাড়ে তিন শ’ রান টপকে ৩ উইকেটের জয় পায় ভারত। স্বাগতিকরা সিরিজ নিশ্চিত করতে আত্মবিশ্বাসী। কোহলি বরাবরই সুপার, তার সঙ্গে অবিশ্বাস্য ইনিংস উপহার দিয়ে আলোচনায় কেদার যাদব, আছেন মহেন্দ্র সিং ধোনি-যুবরাজ সিংয়ের মতো অভিজ্ঞ দুই তারকা। সবমিলিয়ে এই ভারতকে সুপারম্যানে ভরপুরী এক টিম বলে অভিহিত করেছেন গ্রেট সুনীল গাভাস্কার, যারা অনায়াসে জিততে সক্ষম। অন্যদিকে হেরে যাওয়া ম্যাচে পাওয়া বড় স্কোরকেই অনুপ্রেরণা হিসেবে নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ইংলিশরা। এজন্য কোহলিকে আটকাতে হবে বলে শিকার করেছেন প্রথম ওয়ানডেতে বল হাতে আলো ছড়ানো তরুণ জ্যাক বল। কটকের বারবাতি স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর দুইটায়। আত্মবিশ্বাসের মাঝে স্বাগতিক শিবিরে কিছুটা ক্ষোভ রয়েছে। কটকে হোটেল নিশ্চিত না হওয়ায় কোহলিরা এখানকার কন্ডিশনে প্র্যাকটিস করতে পারেনি। মাঝের দু’দিন প্রথম ম্যাচের ভেন্যু পুনেতেই থেকে যেতে হয়েছিল! বুধবার সন্ধ্যার আগে একটা মাত্র সেশন ঘাম ঝরিয়েই আজ সিরিজ নিশ্চিতের লড়াইয়ে নামতে হচ্ছে। স্বভাবতই প্রশ্ন, বারবাতির পিচ ও কন্ডিশন কেমন হবে? ‘বিকাল পাঁচটা নাগাদ শিশির পড়তে শুরু করবে, তাই টস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গত কয়েকদিন প্রচ- শিশির পড়েছে। পিচ শুকিয়ে নিতে আমরা প্রাণপণ চেষ্টা করেছি। তবে এখানে অনেক রান রয়েছে। ব্যাটসম্যানরা একটু দেখে খেললে প্রথম ওয়ানডের মতোই বড় স্কোর হবে।’ বলেন পিচ কিউরেটর পঙ্কজ পট্টানায়েক। কন্ডিশন বুঝতে না পারার সমস্যাটা কেবল ভারতের একার নয়। হোটেল বুকিং সমস্যায় প্রতিপক্ষ ইংলিশরাও বুধবার দুপুরের আগে কটকে পৌঁছাতে পারেনি। প্রথম ওয়ানডে প্রসঙ্গে ঘুরে ফিরে আসছে কোহলি ও কেদার যাদবের নাম। ৭ উইকেটে ৩৫০ রান করেও ম্যাচ বাঁচাতে পারেনি ইংলিশরা। জবাবে এক পর্যায়ে ৪ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। এরপরই পঞ্চম উইকেট জুটিতে ২৪ ওভারে দু’জনের ম্যারথান ২০০ রানের জুটি। যেখানে কোহলি ১০৫ বলে ১২২ ও কেদার যাদব ৭৬ বলে করেন ১২০ রান। ১২ চার ও ৪টি ছক্কা মারেন। ম্যাচসেরার পুরস্কারও পকেটে পোরেন তিনি। অধিনায়ক কোহলি কেদার যাদবের কিছু শটকে ‘অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেন। ওই পরিস্থিতিতে এমন আক্রমনাত্মক সেঞ্চুরি ছাড়া ভারত কখনই ম্যাচ জিততে পারত না। কোহলি সেটি স্বীকার করেছেন। ‘ওই শটগুলো নিয়ে কেদারকে জিজ্ঞেস করলে সে বলেছিল এটা ওর সহজাত। কিন্তু আমি বলবো প্রতিভা।’ বলেন কোহলি। যাকে নিয়ে আলোচনা সেই কেদারের জবাব, ‘ছোটবেলা থেকে টেনিস বলে ক্রিকেট খেলতাম। ছোট মাঠে অফ কিংবা লেগে ছক্কা মারতে গেলে আউট, কেবল সোজাসুজি বোলারের মাথার ওপর দিয়েই ছক্কা মারা যেত। হয়ত সেই অভ্যাসটাই কাজে লেগেছে। এভাবে ভারতকে আরও ম্যাচ জেতান চাই।’ বড় রান চেজ করে জিতলেও ওই ম্যাচে ভারতের বোলিং নিয়ে দুশ্চিন্তা রয়ে গেছে। হারদিক পা-িয়া, রবীন্দ্র জাদেজা ছাড়া সবাই দেদার রান দিয়েছেন। ৭ ওভারে ৬৩ রান দেয়া পেসার উমেশ যাদবের স্থলে আজ ভুবনেশ্বর কুমারকে দেখা যেতে পারে। ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন আসতে পারে। ৫ ওভারে ৫০ রান দেয়া লেগস্পিনার আদিল রশিদের পরিবর্তে লিয়াম ডসন জায়গা পেতে পারেন। বাদ পড়তে পারেন ৯ রান করা ওপেনার এ্যালেক্স হেলসও। তবে কোহলিই যে সফরকারীদের মাথা ব্যথার কারণ সেটি স্বীকার করেছেন জ্যাক বল, ‘হ্যাঁ কেদার যাদব অসাধারণ একটা ইনিংস খেলে দিয়েছে, কিন্তু কোহলিকে নিয়েই আমাদের বেশি ভাবনা। সে সবচেয়ে বিধ্বংসী ও ধারাবাহিক। শুরুতেই তাকে ফিরিয়ে দিতে হবে। প্রথম ম্যাচে বড় স্কোর গড়েছি, সেরটা দিতে পারলে জয় সম্ভব। আমরা সিরিজে সমতা ফেরাতে চাই।’
×