ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৈয়দ আব্দুল হালিম খসরু

সমাজের শক্তি

প্রকাশিত: ০৩:৫৭, ১৯ জানুয়ারি ২০১৭

সমাজের শক্তি

সমাজের বিত্তবান থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের স্কুল-কলেজগামী বহু কিশোর এখন প্রকাশ্যে অপরাধ করে যাচ্ছে। তাদের অপরাধের ধরন হলো স্কুলের সামনে ইভ-টিজিং করা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেয়া, পাড়ার মোড়ে মোড়ে হই চৈ করা ও জোরে হর্ন বাজিয়ে মোটরসাইকেল চালানো। অপেক্ষাকৃত ছোট অপরাধের মধ্য দিয়ে পা বাড়িয়ে এরা ধীরে ধীরে বড় ধরনের অপরাধ কাজে লিপ্ত হচ্ছে। কেউ কেউ চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধের পাশাপাশি এখন অধিপত্য বিস্তার নিয়ে খুনোখুনিতে মেতে উঠছে। সাম্প্রতিক সময়ে কিশোর গ্রুপগুলোর মধ্যে আধিপত্য নিয়ে এ পর্যন্ত বেশ কয়েক কিশোর নিহত হয়েছে। এসব কিশোরের চাল চলন জীবনযাপনের ধরন ও ভাষার ব্যবহার দেখে সমাজে বসবাসরত মানুষগুলো আতঙ্কিত না হয়ে পারছে না। এই বয়সে এসব ছেলে যে লাগামহীন জীবনযাপন করছে তাতে তাদের বাবা-মা পরিবার পরিজনদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিশোররা কেমন করে এ সব ভয়ঙ্কর গ্রুপের সঙ্গে জড়িয়ে পড়ছে? এ কিশোর ছেলেদের নিয়ন্ত্রণে যদি বাবা-মায়েরা ব্যর্থ হন তাহলে সমাজে ও রাষ্ট্রে অন্ধকার ভবিষ্যত আর বেশি দূরে নয়। আগে ছোটবেলায় কিশোরদের একটু অস্বাভাবিক চলাফেরা করলে বাবা-মা ছাড়াও পাড়া-প্রতিবেশীরা শাসন করতেন। যেন পান থেকে চুন খসলেই বাড়িতে নালিশ চলে আসত। ফলস্বরূপ শাস্তির কোন কমতি ছিল না। স্কুলে পড়াশোনার বাইরেও আচার-আচরণে ভুল হলে স্কুলে শিক্ষকদের করা শাসন ছিল। আর এখন শাসন করতে গেলেই শিক্ষকরাই আক্রমণের শিকার হন। যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থাও অনেকটা ভেঙ্গে পড়েছে। একটা দেশ, একটা জাতির জন্য কিশোররা ফুলের কলির মতো। ঠিকভাবে যতœ আর দেখাশোনা ও পরিচর্যার মাধ্যমে একদিন সেই ফুল প্রস্ফুটিত হয়ে সুগন্ধ ছড়াবে সমাজে ও রাষ্ট্রে। কখনও বা সারা বিশ্বে। আজ যদি আমাদের অবহেলায়, অযতেœ কিংবা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সঠিক পরিচর্যার অভাবে তারা ভুল পথে চলে যায় ও বিপথগামী হয়ে যায় তাতে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে আমরা ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হব। এমতাবস্থায় উপরোক্ত এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে বাবা-মা, পরিবার পরিজন সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে এগিয়ে আসতে হবে এবং দেশের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আলমনগর, রংপুর থেকে
×