ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কুলিয়ারচরে বিশ্বের বড় বিজ্ঞান ক্লাস অনুষ্ঠিত

প্রকাশিত: ০২:০২, ১১ জানুয়ারি ২০১৭

কুলিয়ারচরে বিশ্বের বড় বিজ্ঞান ক্লাস অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার কুলিয়াচর উপজেলায় স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ক্লাস অনুষ্ঠিত হয়েছে। যা বিশ্বের মধ্যে বড় বিজ্ঞান ক্লাস হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করবে বলে আশা করছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে স্থানীয় বেগম নূরুন্নাহার বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। জনপ্রিয় লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডঃ মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে ৫০ শিক্ষক এই ক্লাস পরিচালনা করেন। এতে জেলার ১৩টি উপজেলার তিন হাজার দুইশত শিক্ষার্থী বিজ্ঞান ও আইসিটি বিষয়ক সবচেয়ে বড় এ ব্যবহারিক ক্লাসে অংশ নেয়। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, এখন পর্যন্ত স্কুল পর্যায়ে বিজ্ঞান বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় ব্যবহারিক ক্লাস আয়োজনের কৃতিত্ব অস্ট্রেলিয়ার। যা ২০১৬ সালের ১৬ অগাস্ট দেশটির জাতীয় বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে কুইন্সল্যান্ডে একসঙ্গে দুই হাজার নয়শত ছাত্রছাত্রীর জন্য বিজ্ঞান বিষয়ক ব্যবহারিক ক্লাসের আয়োজন করে এই রেকর্ড নিজেদের করে নেয় তারা। ব্যবহারিক ক্লাস পরিচালনাকালে ডঃ জাফর ইকবাল ২৩টি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তিন হাজার দুইশত শিক্ষার্থীকে চুম্বক ও কম্পাস বানাতে শেখান। এ জন্য ২৪৬ ফুট দৈর্ঘ্য ও ১৭২ ফুট প্রস্থের একটি অস্থায়ী ক্লাসরুম তৈরি করা হয়। পুরো স্থানটি ১০ ফুট উচ্চতার সাদা কাপড়ে ঘিরে সেখানে ২১টি এলইডি স্ত্রিন বসানো হয়। ক্লাসে অংশ নেয়া তিন হাজার দুইশত ছাত্রছাত্রীর মধ্যে থেকে প্রতি দুইজনকে নিয়ে থাকে একটি গ্রুপ। তাদের বসার জন্য ব্যবস্থা করা হয় বেঞ্চের। অনুষ্ঠানে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘বিজ্ঞান শিক্ষার এই ব্যবহারিক ক্লাস ছোট ছেলেমেয়েদের বিজ্ঞানে আগ্রহ বাড়াবে এবং এটা দেশে বিজ্ঞান শিক্ষায় একটা নতুন দিগন্তের সূচনা করবে’। দুই পর্বে ভাগ করা অনুষ্ঠানের প্রথম পর্বের দেড় ঘণ্টা চলে ব্যবহারিক ক্লাস। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের বিজ্ঞান ও আইসিটি বিষয়ক ৮০ শিক্ষক ক্লাস পরিচালনায় সহযোগিতা করেন। ব্যবহারিক ক্লাশে একই সঙ্গে বিশ্বের সবচেয়ে ছোট সার্টিফিকেট তৈরির রেকর্ড করা হয়। ক্লাসে অংশ নেয়া শিক্ষার্থীদের এসব সার্টিফিকেট দেয়া হবে। এরপর শুরু হয় আলোচনা সভা। কুলিয়ারচরের ইউএনও উর্মি বিনতে সালামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, জেলা প্রশাসক মোঃ আজিমদ্দিন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম হায়দার ভূঁইয়া, কুলিয়ারচর পৌরসভার মেয়র ইমতিয়াজ বিন জিসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানায়, বিজ্ঞান ও আইসিটি বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় ব্যবহারিক ক্লাসটিকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করতে গিনেস কমিটির কাছে গত বছরের ৪ এপ্রিল আবেদন করেছিলেস কুলিয়ারচরের ইউএনও উর্মি বিনতে সালাম। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ১৪ নভেম্বর এই আবেদন গ্রহণ করে। এতে করে বাংলাদেশের নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বলে জানা গেছে। বুধবারের অনুষ্ঠানটির ভিডিও গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ভিডিও চিত্র দেখে তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’র ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
×