ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দিনেশ মাহাতো

২০১৬ সালে নারীর সাফল্য ও বঞ্চনা -

প্রকাশিত: ০৭:১০, ৩০ ডিসেম্বর ২০১৬

২০১৬ সালে নারীর  সাফল্য ও বঞ্চনা -

রোকেয়া পদক ২০১৬ নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর (২০১৬)তে ‘রোকেয়া পদক’ পান সমাজকর্মী এ্যারোমা দত্ত ও শিক্ষিকা বেগম নূরজাহান। ক্রিড়া ক্ষেত্রে উজ্জ্বল নারীরা গত বছর ভারতের গৌহাটি-শিলংয়ে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে সঁাঁতারে সোনা জেতেন মাহফুজা খাতুন শিলা। ভারোত্তোলনের ৬৩ কেজি ওজন শ্রেণীতে প্রথম স্বর্ণপদক এনে দেন মাবিয়া আক্তার সীমান্ত। বিজয়ী মঞ্চে তার অঝোরে কান্নার দৃশ্য দেশবাসীর হৃদয়কে নাড়া দিয়েছিল। জাতীয় সঙ্গীতের সময় তার সেই কান্নারত দৃশ্য দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেনি। এসএ গেমসে সোনাজয়ী এ দুই নারীর জীবন অত্যন্ত সংঘাতময়। নিজের অদম্য আত্মবিশ্বাস ও কর্মপ্রচেষ্টার ফলেই তাদের এ অর্জন। এএফসি অনুর্ধ-১৬ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন পাঁচ ম্যাচে ২৬ গোল করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় অনুর্র্ধ-১৬ নারী ফুটবল দল। ময়মনসিংহের কলসিন্দুরের মেয়েদের ফুটবলে সাফল্যের গল্প আজ সবার মুখে মুখে। সেই দলের নেতৃত্বে ছিলেন টাঙ্গাইলের কৃষ্ণা রানী সরকার। বাংলাদেশী বংশোদ্ভূত রিতার অলিম্পিকে স্বর্ণপদক জয় রাজশাহী দুর্গাপুরের মেয়ে মার্গারিতা মামুন ওরফে রিতা রিও অলিম্পিকে স্বর্ণপদক জয় করেন। তার অলিম্পিক সোনা জয়ের কীর্তির গৌরব ছড়িয়েছে বাংলাদেশ ও গ্রামের বাড়ি দুর্গাপুরের ক্ষিদ্র কাশিপুর গ্রামে। কারণ বিশ্বজুড়ে তার পরিচিতি এখণ ‘দ্য বেঙ্গল টাইগার’ হিসেবে। রাজনীতিতে নারী রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাংলাদেশে দিন দিন বাড়ছে। আমাদের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও স্পীকার নারী। কিন্তু তৃণমূলে সেই তুলনাই নারীর অংশগ্রহণ দেখা যায় না। গত ইউপি নির্বাচনে সারাদেশে চেয়ারম্যান পদে বিজয়ী নারীর সংখ্যা মাত্র ২৫ জন। ২০১১ সালের নির্বাচনে ছিল ২৩ জন এবং ২০০৩ সালে ছিল ২২ জন। বছর শেষে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেয়র পদে নির্বাহিত হয়েছেন ডাঃ সেলিনা হায়াৎ আইভী। অর্থনীতিতে নারীর অংশগ্রহণ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে। কৃষি, শিল্প ও বাণিজ্যসহ নানা ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দিন দিন বাড়ছে। নারী জঙ্গী বর্তমানে দেশে নারী জঙ্গীর উদ্ভব ঘটেছে। যদিও এদের সংখ্যা খুব সামান্য। মূলত এদের স্বামী ও পরিবারের সদস্যদের দ্বারাই অনুপ্রাণিত হয়ে এ জঘন্য কাজে জড়িয়ে পড়ছে। এমনকি আত্মঘাতীর মতো কাজ করতেও এরা পিছপা হচ্ছে না। ক’দিন আগে ঢাকার আশকোনার জঙ্গী আস্তানায় হামলার আগ মুহূর্তে পুলিশ তাদের আত্মসমপর্ণ করতে বললে দুই নারী আত্মসমর্পণ করেন। কিন্তু এক নারী আত্মসমর্পণ না করে নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান এবং সেখানেই মারা যান। উল্লেখ্য, ২০০৩ সালের ১৩ মার্চ কুমিল্লায় এমনই এক জঙ্গী আস্তানায় র‌্যাবের অভিযানের সময় জেএমবির মোল্লা ওমরের স্ত্রী সাইদা নাঈম সুমাইয়া তার দুই শিশুসন্তানকে নিয়ে তাত্মঘাতী হয়েছিলেন। রাষ্ট্রপতি পুলিশ পদকপ্রাপ্ত তিন নারী কর্মকর্তা পুুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ২৬ জানুয়ারি কাজের স্বীকৃতি হিসেবে তিন নারী পুলিশ কর্মকর্তা পেয়েছেন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)। এ তিন পুলিশ কর্মকর্তা হলেন মুক্তা ধর, মাকসুদা আক্তার খানম ও শাহনাজ পারভীন। নারী নির্যাতন ও হত্যা বিভিন্ন ক্ষেত্রে নারীর সাফল্য বাড়লেও নারী নির্যাতন কিন্তু থেমে নেই। প্রতিদিন খবরের কাগজে কোন না কোন নারী নির্যাতনের খবর আমরা দেখতে পাই। শহর-গ্রাম, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পথে-ঘাটেসহ বিভিন্ন স্থানে নারী নির্যাতনের শিকার হচ্ছে আজকাল। শুধু নির্যাতনের মধ্যে থেমে নেই হত্যা করা হচ্ছে একের পর এক নিরপরাধ মেয়েকে। এমনকি পাঁচ বছরের শিশুও দিনাজপুরে চরম নির্যাতনের শিকার হয়েছে। খাদিজা চিকিৎসদের অক্লান্ত প্রচেষ্টা ও মানুষের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেন খাদিজা। সোহাগী জাহান তনু, রিশা, আফসানা হত্যা ছিল বছরজুড়ে আলোচিত। তা ছাড়া পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করা হয়েছে জনগণ ও শিশুসন্তানের চোখের সামনে। বাংলাদেশ মহিলা পরিষদের এক গবেষণায় দেখা গেছে ২০১৬ সালের জানুয়ারি থেকে নবেম্বর পর্যন্ত ৭১৬ জন নারীকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে ৭৭৩ জনকে, গণধর্ষণের শিকার ১৫৪ জন, যৌন নির্যাতন ৭২ জনকে, যৌতুকের কারণে নির্যাতন ১৭১ জনকে, শারীরিক নির্যাতন ৩৮৪ জনকে, আত্মহত্যা করছে ৩০৮ জন, বাল্যবিবাহ ঘটে ১৬৯টি, পুলিশী নির্যাতনের শিকার ২০ জন, নারী নির্যাতনের অন্যতম কয়েকটি চিত্র। আরও বিভিন্ন ক্ষেত্রে অনেক নারী নির্যাতিত হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন বলছে এ সংখ্যা আরও বাড়বে। কেননা যেসব ঘটনা পত্রপত্রিকায় আসে সেগুলোয় এখানে স্থান পেয়েছে । গত ৩ অক্টোবর প্রকাশিত বিভিন্ন জাতীয় পত্রিকায় বিবিএসের এক জরিপের ফল প্রকাশিত হয় সেখানে দেখা যায় বিবাহিত নারীদের ৮০ শতাংশ নির্যাতনের শিকার। এমনকি মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে নারী শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। বিজিবিতে প্রথম নারী সদস্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সৈনিক পদে এবারই প্রথম নারী সদস্য নিয়োগ দেয়া হয়েছে। বিজিবির ৮৮তম ব্যাচে ৯৭ জন নারী গত ৫ জুন সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। এ ব্যাচে প্রতিটি প্রশিক্ষণে ভাল করে প্রথম হন মোছাঃ জাহানারা আক্তার। নৌবাহিনীতে প্রথম নারী নাবিক বাংলাদেশ নৌবাহিনীতে ২০১৬-এ ব্যাচে ৩০ মে প্রথমবারের মতো ৪৪ নারী যোগদান করেন। বিশ্বসেরা শিক্ষক এ বছর বিশ্বসেরা শিক্ষক পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায় উঠে এসেছেন একজন বাংলাদেশী শিক্ষক। বগুড়ার শেরপুর উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এ শিক্ষকের নাম শাহানাজ পারভীন।
×