ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফাহিমের গোলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৭, ১৯ ডিসেম্বর ২০১৬

ফাহিমের গোলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ মূলপর্বে না পারলেও প্লেট পর্বে সাফল্য দেখিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। রবিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুপার মক কাপ ফুটবলের প্লেট পর্বের ফাইনালে বাংলাদেশ অনুর্ধ-১৪ ফুটবল দল ১-০ গোলে হারিয়েছে জাপানের দল শোনান বেলমারেকে। এই জয়ে প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোররা। পুরো টুর্নামেন্টে চোখ ধাঁধানো পারফর্মেন্স প্রদর্শন করা বাংলাদেশ অধিনায়ক ফাহিম মোরশেদ ফাইনালে জয়সূচক গোল করেন। এই আসরে মোট ৩ গোল করেছেন ফাহিম। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে ২-০ ব্যবধানে হারানো ম্যাচেও জোড়া গোল করেছিলেন প্রতিশ্রুতিশীল এই মিডফিল্ডার। আক্রমণাত্মক ৪-৩-৩ ফরমেটে ফাইনাল ম্যাচ খেলে বাংলাদেশ দল। মাঠে সেটি বেশ কার্যকর হলেও বারবার গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় লাল-সবুজের প্রতিনিধিরা। অবশেষে ম্যাচের ৩২ মিনিটে একমাত্র ও জয়সূচক গোলটি করেন বাংলাদেশ অধিনায়ক ফাহিম। তার গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে বাংলাদেশ শিবির। এই ম্যাচেও দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করেন বাংলাদেশ দলের গোলরক্ষক ইমন হাওলাদার। ম্যাচের ২১ মিনিটে প্রতিপক্ষের নিশ্চিত গোলের একটি সুযোগ নষ্ট করে দেন তিনি। ম্যাচে ৫টি কর্নার এবং ৩টি ফ্রিকিক পেয়েও দলকে সমতায় ফেরাতে পারেনি জাপানী দলটি। চ্যাম্পিয়ন হওয়ার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত বাংলাদেশ দল। ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশ দলের প্রধান কোচ পারভেজ। তিনি বলেন, আমরা প্লেট চ্যাম্পিয়ন হয়ে খুশি। আমার মতে এটি অসাধারণ একটি অর্জন।
×