ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নওগাঁয় অজ্ঞাত রোগে আক্রান্ত শিশু মেহেদীর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক আমিনুর রহমান

প্রকাশিত: ২২:০৩, ৭ ডিসেম্বর ২০১৬

নওগাঁয় অজ্ঞাত রোগে আক্রান্ত শিশু মেহেদীর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক আমিনুর রহমান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর রাণীনগর উপজেলার ভবানীপুর গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত শিশু মেহেদি হাসানের (৮) পাশে দাঁড়ালেন নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান। গত ২৬ নবেম্বর এ বিষয়ে দৈনিক জনকন্ঠে ‘অজ্ঞাত রোগে আক্রান্ত শিশু মেহেদী বাঁচতে চায়’ শিরোনামে ছবিসহ প্রতিবেদন প্রকাশ হলে বিভিন্ন মহলের নজর কাড়ে। মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান তাঁর সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে ছুটে যান রাণীনগর উপজেলার ভবানীপুর গ্রামে মেহেদীর বাড়িতে। গত ৮ বছর ধরে অজ্ঞাত রোগে আক্রান্ত মেহেদীর দুর্বিষহ জীবন-যাপনের খবর জনকন্ঠসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর নওগাঁর জেলা প্রশাসক শিশু মেহেদীর চিকিৎসার খোঁজ খবর নিতে তার বাড়িতে যান। তিনি ওই পরিবারকে আশ্বস্থ করে বলেন, মেহেদীর চিকিৎসার জন্য চলতি সপ্তাহের মধ্যেই নওগাঁর সিভিল সাজর্নকে দেখিয়ে তার পরামর্শক্রমে দেশের সরকারী পর্যায়ে সর্বোচ্চ হাসপাতালে সু-চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তাৎক্ষনিক ভাবে তার মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলমের পক্ষ থেকে ৫ হাজার টাকার চেক ও জেলা প্রশাসক নিজে নওগাঁ যাতায়াত খরচ বাবদ কিছু নগদ অর্থ মেহেদীকে প্রদান করেন। সেই সঙ্গে সরকারি পর্যায়ের সহযোগিতার জন্য মেহেদীর বাবা আজাদকে তাঁর বরাবর একটি আবেদন দিতে বলেন। জানা গেছে, ভবানীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মেহেদী হাসান জন্মের মাত্র ১৩ দিন পর থেকেই শরীরের বিভিন্ন অংশে চামড়া ফেটে রক্ত ঝরতে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা গোটা শরীরে বিস্তার লাভ করে। এতে করে তার চলাফেরা, খাওয়া-দাওয়াসহ শারীরিক নানান যন্ত্রনায় দীর্ঘ ৮ বছর ধরে জীবন যাপন করে আসছে। কিন্তু ভ্যান চালক দরিদ্র পিতা প্রাথমিক ভাবে ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গেলে ডাক্তার রোগ সনাক্ত করতে না পারায় চরম যন্ত্রনায় জীবন-যাপন করতে থাকে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব, সহকারি কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসানাত খান হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম প্রমূখ।
×