ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কুয়েট ক্যাম্পাসে নির্মাণ হচ্ছে ‘হাইটেক পার্ক’

প্রকাশিত: ০৬:৪০, ১৯ নভেম্বর ২০১৬

কুয়েট ক্যাম্পাসে নির্মাণ হচ্ছে ‘হাইটেক পার্ক’

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে নির্মিত হচ্ছে ‘হাইটেক পার্ক’। ইতোমধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারক স্বাক্ষর ও হস্তান্তর করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এর নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৮ সালের মধ্যে শেষ হবে বলে সংশ্লিষ্টরা আশাপ্রকাশ করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে আট একর জমির ওপর হাইটেক পার্ক নির্মাণ করা হবে। এখানে অর্থায়ন করবে বিশ্বব্যাংক এবং ভারতের একটি প্রতিষ্ঠান। ব্যয় হবে প্রায় তিন শ’ কোটি টাকা। আগামী তিন মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু এবং ২০১৮ সালের মধ্যে শেষ হবে বলে কর্তৃপক্ষ আশা করছে। সূত্র জানায়, সম্প্রতি কুয়েটের সভাকক্ষে এই হাইটেক পার্ক নির্মাণের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং হস্তান্তর করা হয়। হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বেগম হোসনে আরা এনডিসি এবং কুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জি.এম. শহিদুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, কুয়েটের ডিনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও পরিচালকগণসহ হাইটেক পার্ক সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে তারা কুয়েট ক্যাম্পাসে হাইটেক পার্কের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
×