ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এতিম শিশুকে ‘পালক কন্যা’ এনে দিনের পর দিন নির্যাতন

প্রকাশিত: ০৫:৫৭, ৩ নভেম্বর ২০১৬

এতিম শিশুকে ‘পালক কন্যা’ এনে দিনের  পর দিন নির্যাতন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বল্লাল বাড়িতে সুবর্ণা (৬) নামের এক শিশু দিনের পর দিন অকথ্য নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মুন্সীগঞ্জ থানায় নিয়ে আসে। শিশুটি এখন থানা হেফাজতে রয়েছে। স্থানীয় ও নির্যাতিত শিশুর সূত্রে জানা যায়, মা ভারতি বেগম মারা যাওয়ার পর শিশুটিকে বল্লালবাড়ী এলাকার সিরাজ মাদবরের স্ত্রী কল্পনা বেগম ‘পালক কন্যা’ হিসাবে নিজের বাড়ি নিয়ে যায়। পরে শিশুটিকে তার বাসা বাড়ির কাজে নিয়োজিত করে। মেয়েটিকে দিয়ে দাসীবাঁদীর মতো করে সমস্ত কাজ করানো হতো। খাবার তেমন পেত না শিশুটি। তার পরনে কখনও জোটেনি ভাল কাপড়, পেটে মিলেনি সময় মতো কোন খাবার। মেয়েটিকে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখমের চিহ্ন আছে। মাথায় কোপের আঘাত, ঘাড়ে ছেঁকা, গলায় মরধরের কালো দাগ, বুকে পোড়া দাগ, চোখে কালো দাগসহ একাধিক চিহ্ন। পেটে গরম পানিতে ঝলসানো, ডান পায়ের রানে আগুনে পোড়ার চিহ্ন, বাঁ পায়ে আরও অনেক পোড়া চিহ্ন রয়েছে। হাতেও ছিল না আঘাতের কোন কমতি। শিশুটিকে নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য তাঁর খালা সামলা বেগম নিজের হেফাজতে নিতে চাইলে অভিযুক্ত কল্পনা তাকে অপমান করে তাড়িয়ে দেয়। দীর্ঘ প্রায় ২ বছর পর স্থানীয়রা শিশুটিকে নির্যাতনের হাত থেকে রক্ষা করেন। তবে শিশুটির ভবিষ্যত নিয়ে সংকিত স্থানীয়রা। কে তাকে দেখবে? কার নিকট থাকবে এই এতিম শিশুটি। নির্যাতিত শিশুটি সদরের বানিয়াবাড়ির এলাকার শাহ আলমের মেয়ে। তার বাবা শাহআলমের খোঁজ করে জানা যায়, স্ত্রী মারা যাওয়ার পর সে অনত্র বিয়ে করে চলে গেছে।
×