ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক আসর

বাংলাদেশী সাঁতারুদের সাফল্য

প্রকাশিত: ০৫:৫৮, ১ নভেম্বর ২০১৬

বাংলাদেশী সাঁতারুদের সাফল্য

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের সাঁতারুরা আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছে। সম্প্রতি দেশের বাইরে অনুষ্ঠিত এসএ গেমস ও সাউথ এশিয়ান এ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশের সাঁতারুরা। গত ১৮-২৩ অক্টোবর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান এ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে বাংলাদেশী সাঁতারুরা দুটি স্বর্ণ, দুটি রৌপ্যসহ মোট ৯ পদক লাভ করে। বাংলাদেশের আরিফুল ইসলাম ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ১ মিনিট ৮.২১ সময় নিয়ে প্রথম স্বর্ণ এবং ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ৩০.৯৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্বর্ণপদক লাভ করেন। অনুর্ধ ১৮ বালিকা বিভাগে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রোমানা আক্তার ৩৭.০৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জেতেন। মাহফুজা খাতুন শিলা ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রৌপ্যপদক এবং মাহফিজুর রহমান সাগর ১০০ মিটার ফ্রিস্টাইলে রৌপ্যপদক লাভ করেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ এসএ গেমসে শিলা ৫০ এবং ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে অংশ নিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করে দুটি স্বর্ণপদক লাভ করেছিলেন। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে আন্তরিক এবং এক্ষেত্রে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদান করে আসছে। সম্প্রতি বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে দেশব্যাপী প্রতিভাবান সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা শুরু করে। নদীমাতৃক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের তুলে আনার লক্ষ্যে সারাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই প্রতিভাবান সাঁতারু বাছাই অনুষ্ঠিত হচ্ছে।
×