ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৬:৩৫, ১৪ অক্টোবর ২০১৬

কবিতা

পত্রলেখা আলমগীর রেজা চৌধুরী তোমাকে পত্রলেখা হয় না, দু’একটা নীলখাম বইয়ে রাখা শুকানো গোলাপ- এখন স্মৃতিতে। ই-মেইলে বিস্তর গল্পের পাহাড়, কিছু জীবন্ত ছবি স্কী করছো টরেন্টোর বরফে- খুব অবাক না! পৃথিবীর ছায়ায় তোমাকে খুঁজে নেয়া। কত কথা! বঙ্গীয় নারী। বাহ! গল্পে আবিষ্কার। বিশ্বাস কর, তোমাকে কিছুই লেখা হয় না। তোমার কোনো সংবাদ রাখতে ইচ্ছে করে না কষ্টহীন মানুষ জীবন নিয়ে স্বপ্ন তৈরি করে স্বপ্নের মধ্যে বসবাস করে নীল খামের পৃথিবী সহস্র জীবনের একমাত্র চাওয়া, ভালোবাসা ফুলদল। অসীম জুড়ে দিগচক্রবাল রেখা, শেষ বিকেলে তুমি দৌড়ে যাও গ্রাস করে অন্ধকার। কিছুই লেখা হয় না, না পত্রলেখা, না চোরকাঁটার কষ্ট। পরিত্যক্ত এনভেলাপে ঠিকানা মুখস্থ রাখি- ২/৩ শরৎশশী রোড, ময়মনসিংহ।
×