ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাযযাদ কাদির ॥ গল্পেও অগ্রবর্তী

প্রকাশিত: ০৬:৩৪, ১৪ অক্টোবর ২০১৬

সাযযাদ কাদির ॥ গল্পেও অগ্রবর্তী

ষাটের অগ্রগণ্য কবি সাযযাদ কাদির বেশকিছু গল্প লিখেছিলেন তাঁর বিশ্ববিদ্যালয়-জীবনে-ষাট দশকের শেষ ভাগে। সত্তর দশকেও সে চর্চা অব্যাহত ছিল কিছুটা। পরে গল্প লেখা ছেড়ে দেন তিনি, এখন লেখেন না আর। তবে সেকালে যথেষ্ট পাঠকপ্রিয় হয়েছিল সাযযাদ কাদিরের গল্প। এক পর্যায়ে তাঁর কবিখ্যাতিকে প্রায় ছাড়িয়ে গিয়েছিল গল্পকার-খ্যাতি। এ বছরের অমর একুশে গ্রন্থমেলায় তাঁর প্রায় সব ক’টি গল্প (পঁচিশটি) সঙ্কলিত হয়েছে ‘গল্পসংগ্রহ: সাযযাদ কাদির’ গ্রন্থে। এর প্রকাশক অনুপ্রাণন প্রকাশন, কাঁটাবন, ঢাকা। সম্প্রতি ‘গল্পসংগ্রহ’ নিয়ে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্বসাহিত্য কেন্দ্রে। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন আফরোজা অদিতি, শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ মাজহারুল পারভেজ, গল্প থেকে পাঠ করেন এবিএম সোহেল রশীদ, মূল প্রবন্ধ পাঠ করেন মোজাফফর হোসেন, বিতস্তা ঘোষালের লিখিত আলোচনা পাঠ করে শোনান মারজান, আলোচনা করেন মোহাম্মদ রফিকুজ্জামান, মুহাম্মদ মহিউদ্দিন, লিন্ডা আমিন, সোলায়মান সুমন, গোলাম রব্বানী টুপুল, সৈয়দ রনো, প্রাকৃতজ শামীমরুমি টিটন প্রমুখ। আলোচকদের অনেকেই বিস্ময় প্রকাশ করে বলেন, সাযযাদ কাদির সেকালে এত প্রাগ্রসর চিন্তা, ভাষা ও নির্মাণের গল্প লিখলেন কিভাবে তা বিশেষ অনুসন্ধান-গবেষণার দাবি রাখে। তিনি তখনও অগ্রবর্তী ছিলেন, এখনও আছেন, পঞ্চাশ বছর পরেও থাকবেন।
×