ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্দোরেও চলছে ভারতের দাপট

প্রকাশিত: ০৪:২৮, ১১ অক্টোবর ২০১৬

ইন্দোরেও চলছে ভারতের দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্দোর টেস্টেও চলছে স্বাগতিকদের দাপট। অধিনায়ক বিরাট কোহলির ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরির (২১১) সৌজন্যে ৫ উইকেটে ৫৫৭ রানে প্রথম ইনিংস ঘোষণার পর নিউজিল্যান্ডকে ২৯৯ রানে গুটিয়ে দিয়েছে ভারত। প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে ফের ব্যাট করছেন কোহলিরা। তৃতীয় দিন শেষে বিনা উইকেটে তাদের সংগ্রহ ১৮। সব মিলিয়ে লিড ২৭৬। বল হাতে কিউইদের ওপর ছড়ি ঘুরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (৬/৮১)। মাত্র ৩৯ টেস্টে ক্যারিয়ারে ২০তম বারের মতো পাঁচ উইকেট তুলে নিয়েছেন তুখোড় এই অফস্পিনার! তিন হাফসেঞ্চুরির পথে নিউজিল্যান্ডকে বড় লজ্জা থেকে বাঁচিয়েছেন মার্টিন গাপটিল (৭২), টম লাথাম (৫৩) ও জিমি নিশাম (৭১)। র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে টানা দুই জয়ে আগেই সিরিজ (২-০) নিশ্চিত করেছে ভারত। অতিথিরা ‘হোয়াইটওয়াশ’ এড়াতে পারবে কিনা, সেটাই এখন প্রশ্ন। অশ্বিনের অনবদ্য ঘূর্ণি বোলিংয়েরর জন্যই ইন্দোরে প্রথম ইনিংসে তিন শ’র মধ্যে অলআউট নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের ইনিংসের আয়ু ৯০.২ ওভার। সোমবার বিনা উইকেটে ২৮ রান নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। ৮১.২ ওভারে এদিন আরও ২৭১ রান যোগ করে অলআউট হয় কিউইরা। শুরুটা মন্দ ছিল না। ওপেনিংয়ে ৩৪ ওভারেই ১১৮ রান যোগ করেন মার্টিন গাপটিল ও টম লাথাম। ৭২ রান করা গাপটিলকে রানআউট করেন অশ্বিন, কটএন্ডবোল্ড করে লাথামকেও (৫৩) ফেরান তিনি। অশ্বিন ঘূর্ণিতে এক পর্যায়ে ১৪৮ রানে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড! মাথা নিচু করে প্যাভিলিয়নে ফেরেন টপঅর্ডারের তিন তারকা উইলিয়ামসন (৮), রস টেইলর (০) ও লুক রনকি (০)। টানা দুই বলে টেইলর ও রনকিকে আউট করে হ্যাটট্রিকের সম্ভবানা জাগিয়েছিলেন অশ্বিন। এরপও স্কোর সম্মানজনক স্থানে নিয়ে যাওয়ার রূপকার নিশাম। ছয় নম্বরে নেমে ৭১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এই বোলিং-অলরাউন্ডার। শেষদিকে তাকে সঙ্গ দেন বিজে ওয়াটলিং (২৩), মিচেল স্যান্টনার (২২) ও জিতেন প্যাটেল (১৮)। অশ্বিনের বোলিং ফিগার ২৭.২-৫-৮১-৬। অশ্বিনের চেয়ে কম টেস্টে ইনিংসে ২০ বার পাঁচ বা ততধিক উইকেট নেয়ার কৃতিত্ব কেবল দুজনেরÑ বার্নার্স (২৫) ও গ্রিমেটের (৩৭)। অপর স্পিনার রবিন্দ্র জাদেজা নিয়েছেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে ভালই শুরু করেন মুরলি বিজয় (১১*)ও গৌতম গাম্ভীর (৬)। কিন্তু গাম্ভীর অসুস্থতজানিত কারণে মাঠ ছাড়লে চেতেশ্বর পূজারাকে (১*) নামতে হয়। অশ্বিনকে ছাপিয়ে ম্যাচের স্পটলাইটে অবশ্য কোহলি। ‘প্রথম’ ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকালেন ‘সেনসেশনাল’ এ ব্যাটসম্যান। একটি করে ডাবল সেঞ্চুরি আছে পূর্বসূরী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকর, সুনীল গাভাস্কার ও মনসুর আলি খান পাতৌদির। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ৫৫৭/৫ ডিক্লে. (১৬৯ ওভার; কোহলি ২১১, রাহানে ১৮৮, রোহিত ৫১*, জাদেজা ১৭*, পূজারা ৪১, গাম্ভীর ২৯, বিজয় ১০; বোল্ট ২/১১৩, প্যাটেল ২/১২০, স্যান্টনার ১/১৩৭) ও দ্বিতীয় ইনিংস ১৮/০ (৬ ওভার; বিজয় ১১*, গাম্ভীর ৬ আহত অবসর, পূজারা ১*) নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২৯৯/১০ (৯০.২ ওভার; গাপটিল ৭২, লাথাম ৫৩, নিশাম ৭১, ওয়াটলিং ২৩, স্যান্টনার ২২, প্যাটেল ১৮, হেনরি ১৫*, উইলিয়ামসন ৮, টেইলর ০, রনকি ০; অশ্বিন ৬/৮১, জাদেজা ২/৮০) ** তৃতীয় দিন শেষে
×