ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাড়ি যাওয়ার পথে বাসে লাঞ্ছিত সানজিদারা

প্রকাশিত: ০৬:৫৪, ৮ সেপ্টেম্বর ২০১৬

বাড়ি যাওয়ার পথে বাসে লাঞ্ছিত সানজিদারা

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এএফসি অ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় স্বাগতিক বাংলাদেশ দল। ফলে এই আসরের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে, যা আগে কখনই করে দেখাতে পারেনি তারা। মূলপর্বের আসর ২০১৭ সালে অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। মাঠের খেলা শেষ। সামনে ঈদ। তাই ছুটি নিয়ে ইতোমধ্যেই গ্রামের বাড়িতে প্রিয়জন-পরিবারের সান্নিধ্যে চলে গেছে কৃষ্ণা, সানজিদা, শামসুন্নাহার, আনুচিং, মনিকারা। আগামী ১৬ সেপ্টেম্বর তাদের ফিরতে হবে ঢাকায়, বাফুফে ভবনের ক্যাম্পে। এছাড়া আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বাংলাদেশ দলকে বিশেষ এক সংবর্ধনা দেয়ার ঘোষণা দিয়েছে। তবে বুধবার ঘটে গেছে এক অনাকাক্সিক্ষত ঘটনা। অ-১৬ জাতীয় কিশোরী দলের ২৩ ফুটবলারের মধ্যে ৯ জনই হচ্ছে ময়মনসিংহের এবং সেখানকার কলসিন্দুর স্কুলের শিক্ষার্র্থী। তাদের নিজেদের গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বাফুফে সকালে মহাখালী বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহগামী একটি বাসে উঠিয়ে দেয়। সেই বাসে চরম ভোগান্তির শিকার হয় তারা। তাছাড়া কিছু যাত্রীর কটূক্তি এবং অশ্লীল বাক্য হজম করতে হয় তহুরা-মারিয়া-সানজিদাদের। এতে স্বভাবতই অপমানিত ও ক্ষুব্ধ বোধ করে তারা। মেয়েদের রক্ষা করার চেষ্টা করেন বাসে থাকা গুটিকয়েক যাত্রী। তারাও হন অপমানিত। দীর্ঘ পাঁচ ঘণ্টার বাসযাত্রায় মেয়েদের সঙ্গে অভিভাবক হিসেবে ছিল না বাফুফের কোন প্রতিনিধি। তাছাড়া দেশের মহিলা ফুটবলে ইতিহাস সৃষ্টি করা এই ফুটবলারদের কেন ‘লোকাল বাস’-এ করে পাঠানো হলো? ফেসবুকে ফুটবলপ্রেমীরা এই দুটি প্রশ্ন তুলে সমালোচনার তীরে বিদ্ধ করছেন বাফুফেকে।
×