ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রেষ্ঠত্বে শেষ দুই কিংবদন্তি বোল্ট-ফেলপসের

প্রকাশিত: ০৬:২৫, ২৪ আগস্ট ২০১৬

শ্রেষ্ঠত্বে শেষ দুই কিংবদন্তি বোল্ট-ফেলপসের

যেমনটা প্রত্যাশিত ছিল সেভাবেই বিদায় নিলেন দুই জগতের দুই কিংবদন্তি। স্বর্ণ জয়ের আনন্দে উচ্ছ্বল হবে দুটি নাম এমনটাই দেখতে চেয়েছে বিশ্ববাসী। সাঁতারে যুক্তরাষ্ট্রের মাইকেল ফেলপস আর স্প্রিন্টে জ্যামাইকার উসাইন বোল্ট- দু’জনই নিজ নিজ ইভেন্টগুলোতে সর্বোচ্চ সাফল্য নিয়ে শেষ করেছেন রিও অলিম্পিক। এবার ৫ স্বর্ণ ও ১ রৌপ্য জিতেছেন ফেলপস এবং অলিম্পিকে নিজের মোট স্বর্ণপদক সংখ্যা করেছেন ২৩! সর্বকালের সেরা অলিম্পিয়ান তিনি পদক জয়ের ক্ষেত্রে। আর বোল্ট ২০০৮, ২০১২ অলিম্পিকের পর এবারও ট্রিপল স্বর্ণপদক জিতেছেন। ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে বিস্ময়কর ট্রিপল-ট্রিপল জয়ের কৃতিত্ব দেখিয়েছেন ৩০ বছর বয়সী এ স্প্রিন্টার। অলিম্পিক এ্যাথলেটিক্সে সর্বাধিক ৯ স্বর্ণপদক জয়ে তিনি সমকক্ষ হয়েছেন কার্ল লুইস ও পাভো নুরমির।
×