ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গুলশানের বিশেষ বাস নিয়ে অভিযোগের অন্ত নেই

প্রকাশিত: ০৬:৪৪, ১৩ আগস্ট ২০১৬

গুলশানের বিশেষ বাস নিয়ে অভিযোগের অন্ত নেই

গুলশানের নিরাপত্তা রক্ষায় নামানো বিশেষ বাস নিয়ে অভিযোগের অন্ত নেই যাত্রীদের। নির্ধারিত স্টপেজে না থাকা, গাড়ির জন্য দীর্ঘ অপেক্ষা এবং ভাড়া বেশি হওয়ায় বিশেষ এ সেবা নিয়ে অসন্তোষ জানিয়েছেন তারা। কূটনৈতিক এলাকার নিরাপত্তার স্বার্থে শুরু করা এ উদ্যোগকে সফল করতে সিটি কর্পোরেশনকে যৌক্তিক ভাড়া নির্ধারণ করার অনুরোধ জানান গুলশানে যাতায়াতকারী সাধারণ যাত্রী। কূটনীতিকপাড়া গুলশান, বারিধারা ও বনানীর নিরাপত্তার স্বার্থে সীমিত করা হয় গণপরিবহন চলাচল। এতে ভোগান্তিতে পড়েন ঐ এলাকার যাত্রী। তবে, নাগরিকের ভোগান্তি লাঘবে বুধবার ‘ঢাকা চাকা’ নামে বিশেষ বাস ও রিক্সা সার্ভিস চালু করে ডিএনসিসি। বৃহস্পতিবার সকাল থেকেই বিশেষ এই বাস সার্ভিসে নির্দিষ্ট গন্তব্যে যান যাত্রীরা। তবে বিশেষ এই সার্ভিসের গাড়ি নির্ধারিত সময়ের চেয়েও দেরিতে আসায় বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। এছাড়া আপত্তি ছিল অতিরিক্ত ভাড়া নিয়েও। বিশেষ এই সার্ভিসের বাসগুলো চলবে পুলিশ প্লাজা থেকে গুলশান দুই ও কাকলি মোড় থেকে নতুন বাজার এই দুটি রুটে। Ñস্টাফ রিপোর্টার
×