ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অলিম্পিকে থাকছেন বাউচার্ড

প্রকাশিত: ০৬:২০, ২৭ জুলাই ২০১৬

অলিম্পিকে থাকছেন বাউচার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র ৯ দিন পরই শুরু হবে গ্রীষ্মকালীন অলিম্পিক। এবার ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত হবে মর্যাদার এ ক্রীড়াযজ্ঞ। মশাবাহিত জীবাণু জিকা ভাইরাস ছড়িয়ে পড়ায় অলিম্পিকে যাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন অনেক ক্রীড়াবিদ। এছাড়া নিরাপত্তা নিয়েও আছে শঙ্কা। অনেক মাধ্যম থেকেই হামলার হুমকি দেয়া হয়েছে। সে কারণে অনেক বড় তারকাই নাম প্রত্যাহার করে নিয়েছেন রিও অলিম্পিক থেকে। বিশেষ করে টেনিস থেকে সরে দাঁড়িয়েছেন অনেকেই। কিন্তু কানাডিয়ান সুন্দরী তরুণী টেনিস তারকা ইউজেনি বাউচার্ড জানিয়েছেন তিনি অলিম্পিকের মতো আসরে অংশ নেয়ার সুযোগ হাতছাড়া করতে চান না। বিভিন্ন দেশের এ্যাথলেটরা বেশ উদ্বিগ্ন জিকা ভাইরাস নিয়ে। অনেক বড় তারকাই সে কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন এবার রিও অলিম্পিক থেকে। বিশেষ করে টেনিস ডিসিপ্লিন প্রায় তারকাশূন্য হয়ে গেছে। কানাডার মিলোস রাওনিক, রোমানিয়ার সিমোনা হ্যালেপ, ৮ নম্বর চেক প্রজাতন্ত্রের তারকা টমাস বার্ডিচ, ১৬ নম্বর রাশিয়ান তারকা ক্যারোলিনা পিসকোভা, মার্কিন যুক্তরাষ্ট্রের জন ইসনার, অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েম, অস্ট্রেলিয়ার বার্নার্ড টমিক ও নিক কাইরজিওস, স্পেনের ফেলিসিয়ানো লোপেজ, ইতালির মহিলা তারকা ফ্রান্সেসকা শিয়াভোন। আর বেলারুশের টেনিস সেনসেশন, বিশ্বের ৬ নম্বর ভিক্টোরিয়া আজারেঙ্কা ইনজুরির জন্য এবং রাশিয়ান সুন্দরী মারিয়া শারাপোভা ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ার কারণে থাকছেন না অলিম্পিকে। তাই এবারের টেনিস ইভেন্ট অনেকখানিই তারকা ঘাটতিতে পড়বে। এ বিষয়ে বাউচার্ড বলেন, ‘সিদ্ধান্ত নেয়াটা কঠিন। আমি অবশ্যই সব ধরনের বিষয়াদি নিয়ে চিন্তাভাবনা করেছি। কিন্তু অবশেষে আমি হৃদয় থেকে বুঝতে পেরেছি যে আমি কখনই অলিম্পিক ঘরে বসে টিভিতে দেখতে চাই না। এছাড়াও ভাবলাম ক্যারিয়ারে আমার সুযোগ আছে দুই-তিনটি অলিম্পিকে অংশ নেয়ার। আমি সবকিছু চিন্তা করে এটাই অনুভব করলাম যে অলিম্পিকে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত।’ এর মানে স্বদেশী রাওনিকের পথ অনুসরণ করলেন না এ তরুণী টেনিস সেনসেশন। জিকা ভাইরাস মূলত বড় ধরনের ঝুঁকির কারণ গর্ভবতী মহিলাদের জন্য। এ ভাইরাসে আক্রান্ত হলে শারীরিক সমস্যা নিয়ে জন্মায় শিশু। এছাড়া মস্তিষ্কেরও বড় সমস্যা হতে পারে। সঙ্গে আছে তীব্র জ্বরসহ অন্যান্য রোগের উপসর্গে ভোগার শঙ্কা। এসব কারণেই অনেক ক্রীড়াবিদ নাম প্রত্যাহার করে নিয়েছেন এবার রিও অলিম্পিক থেকে। কিন্তু বাউচার্ড কোনভাবেই অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে চান না।
×