ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চসিক মেয়রের এক বছর পূর্তি ২৫ জুলাই

প্রকাশিত: ০৪:২০, ২৩ জুলাই ২০১৬

চসিক মেয়রের  এক বছর পূর্তি  ২৫ জুলাই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিনের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি হতে যাচ্ছে আগামী ২৫ জুলাই সোমবার। ২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলমকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। চসিক মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। চসিক সূত্রে জানানো হয়, আগামী ২৫ জুলাই সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে বর্ষপূর্তি অনুষ্ঠান। এতে এক বছরের গৃহীত পদক্ষেপ, বাস্তবায়ন ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে মেয়র গণমাধ্যম কর্মী ও নগরবাসীর প্রতি তুলে ধরবেন। উল্লেখ্য, একই দিনে ঢাকার দুই সিটি নির্বাচনও অনুষ্ঠিত হয়। ঢাকার দুই মেয়র নির্বাচনের অল্প ক’দিন পরই দায়িত্ব গ্রহণ করতে পারলেও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনকে দায়িত্ব গ্রহণে প্রায় তিনমাস অপেক্ষা করতে হয়। পূর্ববর্তী মেয়র ও তার পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় এই অপেক্ষা। ইতোমধ্যে ঢাকার দুই মেয়র তাদের বর্ষপূর্তির লাভ করেছেন পূর্ণ মন্ত্রীর মর্যাদা। একইসঙ্গে রংপুর সিটি কর্পোরেশনের মেয়রকে প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রকে উপমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হয়। কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের পদমর্যাদা এখনও ঘোষণা করা হয়নি। এ নিয়ে চট্টগ্রাম নগরবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। তবে অনেকেই আশা করছেন, বর্ষপূর্তি উপলক্ষে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনকে যথাযথ মর্যাদা প্রদান করা হবে। মেয়র নিজেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেছিলেন। এখন চসিক মেয়রেরও পদমর্যাদা মূল্যায়িত হওয়ার প্রতীক্ষায় চট্টগ্রামবাসী।
×