ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বসাহিত্যের টুকরো খবর

প্রকাশিত: ০৪:৪৩, ১৫ জুলাই ২০১৬

বিশ্বসাহিত্যের টুকরো খবর

চলে গেলেন জিওফ্রি হিল ইহলোককে বিদায় জানিয়ে চরম লোকে চলে গেলেন সত্তর দশকের জনপ্রিয় ইংরেজী কবি জিওফ্রি হিল (১৮ জুন ১৯৩২- ৩০ জুন ২০১৬)। সাহিত্যে অবদানের জন্য তাকে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট লিভিং পোয়েট ইন ইংলিশ ল্যাংগুয়েজ’। ৩০ জুন ইংল্যান্ডের শহর ক্যাম্ব্রিজে এই ৮৪ বয়সী কবির মৃত্যু হয়। তার কবিতার বইয়ের মধ্যে রয়েছে কিং লুগ (১৯৬৮), মার্সিয়ন হিমনস (১৯৭১), ক্যানান (১৯৯৭), উইদাউট টাইটেল (২০০৬)’সহ আরও কয়েকটি। তবে তার অসংখ্য সাহিত্য সমালোচনা রয়েছে। কবি কোরাল এ্যান ড্যাফি তাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘কবিতার জগতে তিনি ছিলেন একই সঙ্গে দরবেশ ও যোদ্ধা।’ জিওফ্রি হিল তার কবিতার জন্য তেমন বিশেষ সম্মাননা পাননি। ইংরেজী সাহিত্য সমালোচনার সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘ট্রুম্যান ক্যাপ্ট এ্যওয়ার্ড ফর লিটারেরি ক্রিটিসিজম’ পেয়েছিলেন ২০০৯ সালে। আর দু’একটি ছোটখাটো পুরস্কার পেয়েছেন তার জীবদ্দশায়। ১৯৮৮ সালে লিডস বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রী দেয়া হয়। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পোয়েট্রি পড়িয়েছেন। ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়েও তিনি সাহিত্যের শিক্ষক ছিলেন। চিলড্রেন ফিকশন প্রাইজ ২০১৬ চিলড্রেন ফিকশন প্রাইজ ২০১৬ এর জন্য প্রাথমিক মনোনয়ন পেয়েছে আটটি বই। এই আটটি বই থেকেই চূড়ান্ত তিন জন বিজয়ী নির্বাচিত হবে। প্রতি বছর ইংল্যান্ড থেকে ১৮ বছর পর্যন্ত শিশুদের সাহিত্যে অবদানের জন্য এ পুরস্কার দেয়া হয়। লন্ডনের পত্রিকা দ্য গার্ডিয়ান এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এ বছর প্রাথমিক মনোনয়ন পাওয়া আটটি বইয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। সবগুলো বই সম্প্রতি প্রকাশিত। ১. জেনা প্রাইলনের ‘বোন স্পেরো’ ২. এলেক্স হুইটের ‘ক্রংটন নাইটস’ ৩. মারলন ব্লাকম্যানের ‘চেজিং দ্য স্টার’ ৪. তানায়া ল্যান্ডম্যানের ‘হেল এ্যান্ড হাই ওয়াটার’ ৫. ব্রায়ান সেøজনিকের ‘দ্য মার্ভাল’ ৬. গিয়ানকার্লো জেমিনের ‘সুইট পিজ্জা’ ৭. মার্টিন স্টুয়াটের ‘রিভারকিপ’ ৮. বর্নি সু হিচককের ‘দ্য স্মেল অব আদার হাউজ পিপল’ সারা পৃথিবীর বিশেষ করে শিশুদের এই আটটি বই পড়ার আমন্ত্রণ জানিয়েছেন দ্য গার্ডিয়ান পত্রিকা। ইচ্ছুক পাঠকরা এ বইগুলোর সমালোচনা করে প্রতিটি বইয়ের জন্য ৫০০ শব্দের একটি করে ফিচার লিখতে পারবে। আর সেরা তিনটা বই সমালোচনাকেও পুরস্কার দেয়া হবে। তিনজনের বিচারক প্যানেলে আছেন সাহিত্য সমালোচক ও লেখক ডেভিড এ্যালমন্ড, এস সাইড এবং কেটি সান্ডার্স। -টুটুল মাহফুজ
×