ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফাল্লুজা ফিরে পেতে ইরাকে সামরিক অভিযান

প্রকাশিত: ২০:৫০, ২৩ মে ২০১৬

ফাল্লুজা ফিরে পেতে ইরাকে সামরিক অভিযান

অনলাইন ডেস্ক॥ ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি আইএসের কাছ থেকে ফাল্লুজা শহর ফিরে পেতে সামরিক অভিযানের কথা ঘোষণা করেছেন। এরপর থেকেই শহরে ভারী বোমা বর্ষণ শুরু হয়েছে। আজ সোমবার হায়দার আল-আবাদি আল-জাজিরাকে জানান, সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি, খুব দ্রুতই ইরাকের পতাকা ফাল্লুজাতে উড়বে। আমরা সেই আগন্তুকদের কালো পতাকা ধ্বংস করে দেব, যারা আমাদের প্রিয় শহরটিকে দখল করে রেখেছে। তিনি বলেন, ফাল্লুজাকে মুক্ত করার সময় এসে গেছে এবং বিজয় আমাদেরই। আইএসের পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এর আগে সেনাবাহিনীর সদস্যরা ফাল্লুজার অধিবাসীদের হামলা থেকে বাঁচতে সরে যেতে নির্দেশ দেয়। যারা সরে যেতে অক্ষম তাদের ঘরে সাদা পতাকা উড়িয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৪ সালের জানুয়ারিতে ফাজুল্লা আইএসের দখলে চলে যায়। আইএসের কাছে প্রথমে এ শহরটিরই কর্তৃত্ব হারিয়েছিল ইরাক।
×