ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে দর্জি হত্যার ঘটনায় আটক তিন

প্রকাশিত: ২০:৩১, ১ মে ২০১৬

টাঙ্গাইলে দর্জি হত্যার ঘটনায় আটক তিন

অনলাইন ডেস্ক॥ টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার ডুবাইল বাজারে দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। আটক তিনজন হলেন—গোপালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ বাদশা, স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ ও দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক আমিনুল ইসলাম এবং স্থানীয় ঝন্টু মিয়া। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার আটকের বিষয়টি জানিয়েছেন। এর আগে গতকাল শনিবার রাতে নিহত নিখিলের স্ত্রী আরতি রানী জোয়ার্দার বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে গোপালপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। শনিবার দুপুর ১২টার দিকে নিখিল চন্দ্র ডুবাইল বাজারে বাড়ির সামনে নিজের দোকানে কাজ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন যুবক এসে তাঁকে দোকান থেকে টেনে বের করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। মাথা ও গলায় কুপিয়ে নিখিলের মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা সুতী কালিবাড়ী সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা ঘটনাস্থলে একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগের ভেতর ককটেলের মতো কয়েকটি বস্তু ছিল। স্থানীয় কয়েকজনের ভাষ্য, নিহত নিখিল বছরখানেক আগে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে তর্কের সময় হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেছিলেন। পরে এলাকায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল। ওই সময় পুলিশ নিখিলকে আটক করেছিল। হত্যার পর টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সালেহ মোহাম্মদ তানভীর বলেছিলেন, কারা, কী উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে।
×