ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ছাত্রীকে পিটিয়ে আঙ্গুল ভেঙ্গে দেয়া শিক্ষক অবশেষে বরখাস্ত

প্রকাশিত: ০১:৩৭, ২৯ এপ্রিল ২০১৬

মাদারীপুরে ছাত্রীকে পিটিয়ে আঙ্গুল ভেঙ্গে দেয়া শিক্ষক অবশেষে বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ অবশেষে বরখাস্ত করা হলো ছাত্রীকে পিটিয়ে আঙ্গুল ভেঙ্গে দেয়া সেই শিক্ষক বাসুদেব সাহাকে। বৃহষ্পতিবার তাকে বরখাস্তসহ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। অভিযোগে জানা গেছে, ১ এপ্রিল রাজৈর উপজেলার টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের খন্ডকালীন শিক্ষক বাসুদেব সাহা দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী সানজিদা ইসলামকে পিটিয়ে হাতের আঙ্গুল ভেঙ্গে দেয়। ক্লাসের পড়া না হওয়া ও নির্দিষ্ট ইংরেজী গ্রামার বই না আনার অভিযোগ এনে স্টীলের স্কেল দিয়ে পিটিয়ে তার হাতের আঙ্গুল ভেঙ্গে দিয়েছে খন্ডকালীন শিক্ষক বাসুদেব সাহা । সানজিদা বাড়ীতে গিয়ে না জানালেও কয়েকদিন পর তার আঙ্গুল ফুলে ওঠে। অভিভাবকরা বিষয়টি টের পেয়ে সানজিদাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এক্সরে করে জানতে পারে তার আঙ্গুল ভেঙ্গে গেছে। ২৬ এপ্রিল সানজিদার বাবা হায়দার ফকির অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার বাসুদেব সাহাকে বরখাস্তসহ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্কুল কর্তৃপক্ষ। ভূক্তভোগী ছাত্রী সানজিদা ইসলাম বলেন, ‘স্যার আমাদেরকে নির্দিষ্ট একটি গ্রামার বই কিনতে বলেছিলেন। আমরা না কেনায় আমিসহ আমার ৬/৭ জন বান্ধবীকে স্যার স্টীলের স্কেল দিয়ে এলোপাতারি পিটাতে থাকে। আমি হাত দিয়ে ঠেকাতে গেলে আমার হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। আমি এখনও হাত দিয়ে লিখতে পারিনা।’ শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেচুর রহমান জানান, ছাত্রীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে খন্ডকালীন শিক্ষক বাসুদেব সাহাকে সাসপেন্ডসহ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জীব কুমার বালা জানান, অভিযোগের ভিত্তিতে তাকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
×