ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০১৮ বিশ্বকাপ ফুটবলে ভিডিও প্রযুক্তি

প্রকাশিত: ০৬:৪৬, ২১ এপ্রিল ২০১৬

২০১৮ বিশ্বকাপ ফুটবলে ভিডিও প্রযুক্তি

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ফুটবলে কিছু সমস্যা সবসময়ের। লালকার্ড দেখালে ভুক্তভোগী দল মেনে নিতে চায় না। গোল হজম করলে নানা অভিযোগ তোলে। অফসাইড হয়েছে কি হয়নি, তা নিয়েও রয়ে যায় নানান প্রশ্ন। তবে এবার এসব সমস্যা দূর হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো। ফিফার নতুন সভাপতি আশা প্রকাশ করেছেন যে, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ থেকেই ভিডিও রেফারি নিয়ম চালু করা হবে। কোন সিদ্ধান্ত নিতে মাঠের রেফারি হিমশিম খেলে ভিডিও রেফারির সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবেই ফলাফল জানাতে পারবেন। অনেকটা ক্রিকেটের থার্ড আম্পায়ারের মতো। আন্তর্জাতিক ফুটবল এ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) মার্চে বলেছিল, এই প্রযুক্তি চালু করার আগে কমপক্ষে দুই বছর পরীক্ষা করা দরকার। তার মানে ২০১৭-১৮ মৌসুমে বড় কোন টুর্নামেন্টে এটা চালু করা উচিত ছিল। কিন্তু ইনফান্টিনো বলেছেন, ‘এখনই সেটা চালু করে ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রয়োগ করা হবে। এর মানে হচ্ছে আমরা দেখব ২০১৮ বিশ্বকাপে এটা কাজ করে কি না। আমি দৃঢ়ভাবেই আশা করছি রাশিয়ার বিশ্বকাপেই প্রথমবারের মতো ভিডিও রেফারি ব্যবহার করা হবে। সম্ভবত এটা অনেক ভাল হবে।’ ভিডিও রেফারির কাজ হবে, গোটা ম্যাচ রেকর্ড করা। মাঠের রেফারির সঙ্কেত পেলে কোন ঘটনা তিনি রিভিউ করে দেখবেন। তারপর মাঠের রেফারিকে সিদ্ধান্ত জানাবেন। বালেটের মর্মান্তিক মৃত্যু স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বচ্যাম্পিয়ন এক্সট্রিম স্নোবোর্ডার সুইজারল্যান্ডের এস্টেল বালেট নিজ দেশের এক বরফ আচ্ছাদিত পাহাড়ে মৃত্যুবরণ করেছেন। বিভিন্ন প্রতিবেদনে উঠে আসা খবরে জানানো হয়, মঙ্গলবার স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে। এই ঘটনার সময় সেখানে একটি চলচ্চিত্রের শূটিং চলছিল। নিউইয়র্ক টাইমস জানায়, এ সময় এস্তেল বালেট নিরাপত্তা জনিত পোশাক পরিধান করেছিলেন। এমনকি হেলমেট এবং বাতাসের ব্যাগও ব্যবহার করছিলেন তিনি। পুলিশ জানায়, সুইজারল্যান্ড, ইতালি ও ফ্রান্সের সীমান্ত এলাকায় ২১ বছর বয়সী বালেট একটি বরফের আঘাতে ভারসাম্য হারিয়ে ফেলেন। বালেটকে একজন স্নোবোর্ডার ফলো করছিল, তাকে পরে আর সেখানে পাওয়া যায়নি। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি টানা দ্বিতীয়বারের মতো ফ্রি-রাইড ওয়ার্ল্ড ট্যুর শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন বালেট। তার এমন খবর প্রকাশিত হওয়ার পর ফ্রি-রাইড ওয়ার্ল্ড ট্যুর এক বিবৃতিতে বলেন, ‘এস্টেল বালেট প্রকৃতি প্রদত্ত উজ্জ্বল তারকা। তার এই প্রতিভার কারণে খুব অল্প সময়ের মধ্যেই ফ্রি-রাইড ওয়ার্ল্ড ট্যুরে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কয়েক সপ্তাহ আগে ভারবিয়েরে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় শিরোপা জিতেন বালেট।’ আমিরাত ছাড়লেন আকিব জাভেদ স্পোর্টস রিপোর্টার ॥ সংযুক্ত আরব আমিরাতের জন্য খবরটা খারাপ। কারণ তাদের ইতিহাসের সবচেয়ে সফল কোচ আকিব পদত্যাগ করেছেন। চার বছর দলটির সাথে ছিলেন। আমিরাত ছেড়ে নিজ দেশ পাকিস্তানে ফিরে যাচ্ছেন সাবেক এই ফাস্ট বোলার। শোনা যাচ্ছে, তাকে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফ্রাঞ্চাইজি লাহোর কালান্দার্সে গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যাবে। আকিব আমিরাত দলের দায়িত্ব নেন ২০১২ সালে। এরপর তার কোচিংয়ে বেশ উন্নতি হয় মধ্যপ্রাচ্যের দলটির। দুটি ওয়ানডে বিশ্বকাপে খেলে। প্রথমবারের মতো জায়গা করে নেয় টি২০ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। আকিব এর আগে জানিয়েছিলেন, প্রধান কোচ ওয়াকার ইউনুস দায়িত্ব ছাড়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু পিসিবি বিদেশী কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়ে ক্ষোভে সেখান থেকে সরে যান। তিনি এর আগে পাকিস্তান অনুর্ধ-১৯ দলকে কোচ হিসেবে বিশ্বকাপ জিতিয়েছেন।
×