ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লা লিগায় আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন রোনাল্ডো

প্রকাশিত: ০৬:২১, ২ মার্চ ২০১৬

সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর সতীর্থদের কড়া সমালোচনা করে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লা লিগার ওই ম্যাচের পর সি আর সেভেন সমালোচনার মুখে পড়েন। দিন কয়েক পরই নিজের ভুল বুঝতে পেরে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন সাবেক ফিফা সেরা ফুটবলার। এই অবস্থার মধ্যেই স্প্যানিশ লা লিগায় আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। এ্যাওয়ে ম্যাচে গ্যালাক্টিকোদের প্রতিপক্ষ লেভান্তে। আজকের অন্য ম্যাচে মুখোমুখি হচ্ছে এ্যাথলেটিক বিলবাও-ডিপোর্টিভো লা করুনা, সেল্টা ডি ভিগো-ভিয়ারিয়াল, মালাগা-ভ্যালেন্সিয়া ও সেভিয়া-এইবার। শিরোপা লড়াই থেকে একপ্রকার ছিটকে পড়া রিয়ালের মূল লক্ষ্য জয়ের ধারায় ফেরা। বর্তমানে তারা শীর্ষে থাকা বার্সিলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে আছে। সতীর্থদের সমলোচনা করার পর প্রত্যেকের কাছে ক্ষুদে বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন রোনাল্ডো। এমনকি সোমবার অনুশীলনের আগে ড্রেসিংরুমে দলের সবার কাছে ক্ষমা চেয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন পর্তুগাল অধিনায়ক। গত শনিবার হারের পর রোনাল্ডো বলেন, তার সমপর্যায়ের খেলোয়াড় থাকলে লা লিগায় রিয়াল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকত। তিনি আরও বলেন, তিনি যে মানের খেলা খেলছেন, তার সতীর্থরা তেমন পারফর্মেন্স করছে না। আমি কাউকে খাটো করে দেখছি না। তবে যখন ফুটবলাররা সেরাটা না খেলে, তখন জয়টা কঠিন হয়ে যায়। এমন বক্তব্যের পর এবার দুঃখ প্রকাশ করেছেন সি আর সেভেন। নিজেদে মাঠে এ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হারা ম্যাচের প্রায় ৪০ ঘণ্টা পর ভালডেবেবাস ট্রেনিং কমপ্লেক্সে অনুশীলনে নামে রিয়াল মাদ্রিদ। নিজের ভুল বুঝতে পেরে অনুশীলনের আগে তিনি ক্ষমা চান। এ সময় রোনাল্ডো জানান, সংবাদমাধ্যম তার কথার ভুল ব্যাখ্যা করেছে। কাউকে আঘাত করার মতো কিছু বলেননি তিনি। সতীর্থদের খেলার মান নিয়েও তিনি কিছু বলেননি বলেও জানান রোনাল্ডো। এই অবস্থার মধ্যেই আজ আবার মাঠে নামছে রিয়াল। জিনেদিন জিদানের অধীনে রোনাল্ডোদের সামনে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে। দলে নেই করিম বেনজেমা, গ্যারেথ বেল, পেপে, সার্জিও রামোস, কারভাহাল, মার্সেলোর মতো তারকারা। এ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচ শেষে নিজের ব্যর্থতা ভুলে দলীয় সমম্বয়কেই দায়ী করেন রোনাল্ডো। কোন রাখঢাক না রেখেই নির্দিষ্ট করে খেলোয়াড়দের নাম বলে তিনি জানান, দেখুন আমি বেনজেমা, পেপে, মার্সেলো, বেলদের সঙ্গে খেলতে পছন্দ করি। কিন্তু রড্রিগুয়েজ, লুকাস ভাসকুয়েজ, মাটেও কোভাভিচরা ভাল খেলোয়াড় হলেও তাদের ঠিক সেরা বলা যাবে না।
×