ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপ, অদ্ভুত সমস্যায় মাহেলা

প্রকাশিত: ০৫:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

টি২০ বিশ্বকাপ, অদ্ভুত সমস্যায় মাহেলা

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর একজন খেলোয়াড় চাইলে যে কোন দলের কোচিং স্টাফে যোগ দিতে পারেন। অথচ মাহেলা জয়বর্ধনেকে ‘অদ্ভুত’ সমস্যায় পড়তে হল। টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের পরামর্শক হয়েছেন তুখোড় লঙ্কান উইলোবাজ। তাতেই তার ওপর বিষেদাগার ঝাড়ছেন দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি) প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা! বিষয়টিকে দুঃখ-হতাশাজনক বলে মাহেলার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কারণ টি২০ বিশ্বকাপে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা রয়েছে একই গ্রুপে। মাহেলা ভেতরের তথ্য ইংলিশদের কাছে পাচার করতে পারেন বলে অভিযোগ সুমাথিপাালার। গ্রেট মাহেলা অবশ্য প্রেসিডেন্টের এমন যুক্তি উড়িয়ে দিয়েছেন। গত বছর আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুটি টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করেন ৩৮ বছর বয়সী মাহেলা। শ্রীলঙ্কার সাবেক কোচ ট্রেভর বেইলিস ও পল ফারব্রেস বর্তমানে ইংল্যান্ডের সঙ্গে আছেন। উপমহাদেশের কন্ডিশনে সেরা সাফল্য পেতে তারাই মাহেলাকে অন্তর্ভুক্ত করেন। সেই সূত্রে ভারতে আগামী মাসে শুরু হতে যাওয়া টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যাটিং উপদেষ্টা হিসেবে চুক্তিবদ্ধ হন লঙ্কান এই তারাকা। বিষয়টা মোটেই ভাল চোখে দেখছে না এসএলসি। ‘মাহেলার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। কিন্তু যে এখন আমাদের প্রতিদ্বন্দ্বী দলের উপদেষ্টা। জাতীয় দলের অধিনায়ক অবসরের কয়েক মাসের মধ্যে বিশ্বকাপের মতো আসরে প্রতিপক্ষের সঙ্গে কাজ করতে যাচ্ছে দেখে হতাশ আমি।’ বলেন সুমাথিপালা। তিনি আরও যোগ করেন, ‘দলের শক্তি ও দুর্বলতা আপনার জানা। বিশ্বকাপে আমাদের পরিকল্পনাও জানেন। আমি আসলেই দুঃখ পেয়েছি, হতাশ হয়েছি।’ ২০১৪’র এপ্রিলে টি২০ এবং গত মার্চে শ্রীলঙ্কার হয়ে শেষ ওয়ানডে খেলেছেন মাহেলা। আর তার বিপক্ষে বোর্ড প্রধানের তোলা নৈতিকতা প্রশ্নকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন তিনি, ‘ইংল্যান্ডের সঙ্গে আমার কাজ হল তাদের খেলোয়াড়দের উন্নতিতে সহায়তা করা। ভিন্ন চ্যালেঞ্জে তারা কিভাবে সাড়া দেবে, সেটা নিয়েই আমার কাজ। যেমন স্পিন খেলা ইত্যাদি।’ তিনি আরও বলেন, ‘এমন কি আমি যখন এই কাজের জন্য রাজি হই তখনও গ্রুপিং ঠিক হয়নি। ইংল্যান্ড আমাকে শ্রীলঙ্কা দলের তথ্য পেতে কাজ দেয়নি। সেটি করতে তাদের বিশ্লেষক ও কোচ আছেন। এসএলসির মনোভাব দেখে আমি খুবই হতাশ।’ প্রকারান্তরে এসএলসিকে খোঁচা দিতেও ছাড়েননি মাহেলা, ‘আমি ওয়ানডে ছেড়েছি ১২ মাস আগে। আর টি২০তে প্রায় দুই বছর হল। এই সময়েও যদি ড্রেসিং রুমের কৌশল পরিবর্তন না হয়ে থাকে, সেটি বোর্ডের সমস্যা, আমার নয়!’ ৮ মার্চ ভারতে শুরু টি২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর। ‘গ্রুপ-১’-এ ২৬ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
×