ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৮:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

সুধীর বরন মাঝি, শিক্ষক হাইমচর মহাবিদ্যালয়,হাইমচর-চাঁদপুর মোবাইল- ০১৯১২-২৯৫০৮৫,০১৭৯৪৭৭৭৫৩৫ ................................................................. ১। কম্পাস কি ? (ক) চেইন (খ) দিক নির্ণয় যন্ত্র (গ) কাটা (ঘ) হাইব্রিড ফল ২। তাবু বাসের সময় নিজের মালপত্র রাখার পদ্বতি কে কী বলে? (ক)ল্যাসিং (খ) হাইকিং (গ) গ্যাজেট (ঘ) পাইওনিয়ারিং ৩। বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা কে ? (ক) জিন হেনরি ডুনান্ট (খ) রজার ফেদারার (গ) জন পল (ঘ) লুই কেন ৪। ডা.ফ্রেডিক এজমার্ক কোন দেশের নাগরিক ছিলেন ? (ক)জাপান (খ) জার্মানু (গ) কানাডা (ঘ) সুইডেন। ৫। গার্ল গাইড প্রতিষ্ঠিত হয় কত সালে ? (ক)১৯০৫ সালে (খ) ১৯০৭ সালে (গ)১৯০৮ সালে (ঘ)১৯১০সালে ৬।প্রতিদিন করো না কারো উপকার করা কার শ্লোগান ? (ক) রেডক্রস (খ) কেয়ার (গ) ব্রাক (ঘ) স্কাউটি ও গার্ল গাইড ৭। কত সালে বাংলাদেশ রেডক্রস সোসাইটিকে স্বীকৃতি দেওয়া হয় ? (ক) ১৯৭১ (খ) ১৯৭২ (গ) ১৯৭৩ (ঘ) ১৯৭৪ সালে ৮।শিক্ষা মূলক কার্যক্রম কোনটি ? (ক) হাইকিং (খ) গাইডিং (গ) পর্যবেক্ষন (ঘ) প্রজেক্ট তৈরি ৯।¯া‹াউট ও গার্ল গাইড বিশ্বব্যাপী কি নামে পরিচিত ? (ক) ক্লাব (খ) যুব আন্দোলন (গ) হলদে পাখি (ঘ)নারী উন্নয়ন আন্দোলন ১০। স্কাউট প্রতিষ্ঠিত হয় কত সালে? (ক)১৯০৫ সালে (খ) ১৯০৬ সালে (গ)১৯০৭ সালে (ঘ)১৯১০ সালে ১১।অনেকে লেজবিশিষ্ট ব্যান্ডেজকে কী বলে? (ক) রোলার ব্যান্ডেজ (খ) হাতের ব্যান্ডেজ (গ) ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ (ঘ)মাল্টি টেইল ব্যান্ডেজ ১২। জিন হেনরি ডুনান্ট কোন দেশের নাগরিক? (ক) স্কটল্যান্ড (খ) সুইজারল্যান্ড (গ) চীন (ঘ) জাপান ১৩।রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূলনীতি কয়টি ? (ক) ১০ টি (খ) ৭টি (গ) ৬ টি (ঘ) ৫ টি ১৪। মুসলিম বিশ্বে রেড ক্রস কি নামে পরিচিত ? (ক) রেড ক্রিসেন্ট (খ) রেড ক্রস (গ) হলদে পাখি (ঘ)রোটারি ক্লাব ১৫। হাইকিং এর মাধ্যমে শেখা যায়- (ক) সামাজিক জরিপ (খ) ফিল্ড তৈরী (গ) কম্পাস স্থাপন নিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৬।স্কাউট ও গার্ল গাইড এর মূলমন্ত্র হলো- (র) সদা প্রস্তুত (রর) প্রতিদিন কারো না কারো উপকার করা (ররর) ঘরে বসে থাকা । নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৭।স্কাউটিং-এর প্রতিষ্ঠাতার নাম কি? (ক) জন হেনরি ডুনান্ট (খ) লর্ড ব্যাডেন পাওয়েল (গ) ডা.ফ্রেডিক এজমার্ক (ঘ)জন স্মিথ ১৮।হাইকিং -এর উদ্দেশ্য কোনটি ? (ক) নির্দিষ্ট গন্তব্যে পৌছানো (খ)প্রকৃতি দেখা (গ) বই পড়া (ঘ) ঘুরে বেড়ানো ১৯। ব্যান্ডেজ হলো - ( র) মাল্টিটেইল (রর) ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ (ররর) রোলার ব্যান্ডেজ । নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২০।হাইকিং এ ট্রেনিং সিডিউল তৈরী করা কার কাজ? (ক) ইউনিট লিডার (খ)উপদল নেতা (গ) থানা স্কাউট (ঘ) গাইড কমিশনার উত্তর ঃ ১ (খ) ২ (গ) ৩ (ক) ৪ (খ) ৫ (ঘ) ৬ (ঘ) ৭ (গ) ৮ (ক) ৯ (খ) ১০ (গ) ১১ (ঘ) ১২ (খ) ১৩ (খ) ১৪(ক) ১৫ (ঘ) ১৬ (ক) ১৭ (খ) ১৮ (ক) ১৯ (ঘ) ২০ (খ)
×