ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ছোট হয়ে আসছে আজকের শিশুর পৃথিবী

প্রকাশিত: ০৮:৪০, ৩০ জানুয়ারি ২০১৬

ছোট হয়ে আসছে আজকের শিশুর পৃথিবী

ছোট হয়ে আসছে পরিবার। দাদা, দাদি, মা-বাবা, চাচা, চাচি, ফুফু বা ভাই-বোনদের নিয়ে একসঙ্গে বসবাসের দিন ফুরিয়ে গেছে। ভেঙ্গে যাচ্ছে একান্নবর্তী পরিবার। একক পরিবার-সংস্কৃতির বিস্তার ঘটেছে সমাজে। ফলে পারিবারিকভাবে আলাদা হয়ে যাচ্ছে মা-বাবা, ছেলে-বৌ। নিঃসঙ্গভাবে বেড়ে উঠছে নতুন প্রজন্ম। পরিণত বয়সে এসেও বৃদ্ধ-বৃদ্ধারা কাটাচ্ছে নিঃসঙ্গ জীবন। তারা বঞ্চিত হচ্ছে যৌথ পরিবারের মেলবন্ধন আর আদর-স্নেহ-ভালবাসা থেকে। আর এ কারণে অনেক শিশু শৈশব থেকেই হয়ে উঠছে আত্মকেন্দ্রিক। একটা সময় ছিল- যখন শহর কি গ্রামের প্রতিটি বাঙালী পরিবারই ছিল একান্নবর্তী। দাদা-দাদী, বাবা-মা, চাচা-চাচী-ফুফু এবং ভাই-বোনের ছিল একসঙ্গে যৌথ বসবাস। বয়োজ্যেষ্ঠ একজন থাকতেন পরিবার প্রধান হিসেবে। তিনিই পরিচালনা করতেন সংসার। আর বাকিরা নানাভাবে কন্ট্রিবিউট করতেন। যৌথ পরিবারে বহুজনের আদর-স্নেহ-ভালবাসায় বেড়ে উঠেছে প্রতিটি শিশু। পারিবারিকভাবেই তারা শিখেছে পরস্পরের প্রতি শ্রদ্ধা-ভালবাসা আর সহমর্মিতার শিক্ষা। প্রতিটি পরিবারে সূচিত হতো ভিন্ন রকমের মেলবন্ধন। পরিবারের বয়োজ্যেষ্ঠ-জ্যেষ্ঠাদের দেখভাল করেছে সকলে মিলে। এতে করে নিঃসঙ্গতা বা একাকিত্বের কাছে কখনও হার মানতে হয়নি তাদের। পরিবারের একজনের অসুখ-অসুবিধায় সহযোগিতার হাত বাড়িয়েছে অনেকে। অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের সুখ-দুঃখকে ভাগাভাগি করে নিয়েছে। কিন্তু সময়ের বিবর্তনে, প্রয়োজনের তাগিদে যৌথ পরিবারে বসবাসের সংস্কৃতি উঠে গেছে। শহর-কি গ্রামÑ সবখানেই গড়ে উঠছে একক পরিবার। একান্নবর্তী পরিবারের দেখা এখন খুব কমই মেলে। দেখা যাচ্ছে, বিয়ে-শাদীর পরপরই বাবা-মায়ের কাছ থেকে আলাদা হয়ে সংসার পাতছে ছেলেরা। কেউ কেউ স্ত্রী-সন্তান নিয়ে চলে যাচ্ছে শহরের বা দূরের কর্মস্থলে। বাবা-মা মাঝে মাঝে তাদের বাসায় বেড়াতে যায়। আবার ছেলে-ছেলের বৌ ছুটি-ছাটায় বেড়াতে আসে বাবার বাড়ি। এসব একক পরিবারের শিশুরা বড় হয় কাজের মেয়ের সান্নিধ্যে। ফলে দাদা-দাদী, চাচা-চাচী, ফুফু বা অন্যান্য আত্মীয়-স্বজন ও ভাইবোনদের প্রতি তাদের সম্পর্কের তেমন টান হয় না। দেখা যায়, স্বামী-স্ত্রী দু’জনই কর্মজীবী। দিনের বেশিরভাগ সময়ই বাসা থাকে খালি। এ কারণে সচরাচর আত্মীয়-স্বজনরাও আসে না তাদের কাছে। এক কথায় বাঙালীর চিরায়ত সমাজ ব্যবস্থার পুরোপুরি উল্টো চিত্র এটি। আজকের নতুন প্রজন্ম হয়ত চিন্তাই করতে পারবে নাÑ কেমন ছিল আমাদের অতীতের পারিবারিক সংস্কৃতি। Ñসঞ্জয় সরকার, নেত্রকোনা থেকে
×