ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পপ সম্রাজ্ঞী ম্যাডোনার স্বস্তি

প্রকাশিত: ০৫:৫৫, ১৩ জুলাই ২০১৫

পপ সম্রাজ্ঞী ম্যাডোনার স্বস্তি

সংস্কৃতি ডেস্ক ॥ গান চুরির অপরাধে এক ইসরাইলীর শাস্তি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। তবে এ চুরিকে মৃদুভাবে ‘মিউজিক পাইরেসি’ বলে মোটেই পার পাওয়া যাবে না। অথচ এও এক গান-চুরির ঘটনা। যে সে নয়, খোদ পপ-সম্রাজ্ঞীর নিজস্ব তোষাখানায় হাত দিয়েছিলেন ইসরাইলের এ্যাডি লেডেরম্যান। তিনি আবার নিজের দেশে বেশ পরিচিত মুখ। ম্যাডোনার কিছু গানকে ইন্টারনেটে বেআইনীভাবে প্রকাশ করে দিয়েছিলেন তিনি। সে কারণে ‘আমেরিকান আইডল’-এর ইসরাইলী সংস্করণের অন্যতম প্রতিযোগী লেডেরম্যানকে তেল আভিবের এক আদালত ১৪ মাসের কারাবাস এবং ৪০০০ মার্কিন ডলার জরিমানার দ- দিয়েছে। গত ৬ মার্চ ম্যাডোনার সাম্প্রতিক এ্যালবাম ‘রেবেল হার্ট’ প্রকাশিত হয়েছে। কিন্তু ২০১৪-এর ডিসেম্বরেই এই এ্যালবামের বেশ কিছু ট্র্যাক ইন্টারনেটে সহজলভ্য হয়ে যায়। এর এক মাসের মধ্যেই ধরা পড়েন লেডেরম্যান। আদালতে লেডেরম্যান স্বীকার করেছেন যে, তিনি ম্যাডোনার ব্যক্তিগত কম্পিউটার হ্যাক করে ওই ‘ডেমো ট্র্যাক’ গুলি সংগ্রহ করেছিলেন। লেডেরম্যানের শাস্তিতে স্বস্তি বোধ করেছেন ৫৬ বছরের এভারগ্রিন ম্যাডোনা। এ জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন এফবি আই, ইসরাইলী পুলিশ এবং সংশ্লিষ্ট সবাইকে।
×